ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

‘নির্ধারিত সময়েই সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করবে আ. লীগ’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ১০ ফেব্রুয়ারি ২০২২  
‘নির্ধারিত সময়েই সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করবে আ. লীগ’

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক (ফাইল ফটো)

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বেঁধে দেওয়া সময়ের মধ্যেই আওয়ামী লীগের পক্ষ থেকে সার্চ কমিটির কাছে নাম পাঠানো হবে। যারা জাতীয় পর্যায়ে সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন এবং নেতৃত্ব ও নৈতিকতার প্রমাণ দিয়েছেন, তাদের নাম চূড়ান্ত করা হয়েছে।’

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে কৃষিমন্ত্রীর কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (আইএফএডি) কান্ট্রি ডিরেক্টর আরনৌদ হামিলিসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনে যে-ই যাক, তার মেরুদণ্ড থাকতে হবে। কমিশনে যারাই নিয়োগ পাক, আগামী নির্বাচন সুষ্ঠু করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।’

তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত কারণে উপকূলবর্তী এলাকায় পানির উচ্চতা ও লবণাক্ততা বাড়ছে। তাই, লবণাক্ততাসহিষ্ণু ফসল ফলানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সাহায্য করবে আইএফএডি।’

আইএফএডির কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে কৃষিমন্ত্রীর বৈঠককালে আরও উপস্থিত ছিলেন—কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম এবং অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার।

আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়