ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালদ্বীপে নতুন হাইকমিশনার আবুল কালাম 

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ২৩ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৪:১৯, ২৩ ফেব্রুয়ারি ২০২২
মালদ্বীপে নতুন হাইকমিশনার আবুল কালাম 

রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে মালদ্বীপের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এস এম আবুল কালাম আজাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে নৌবাহিনীর ফ্লিট কমান্ডারের দায়িত্বে ছিলেন।

এস এম আবুল কালাম আজাদ বর্তমান হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।

ঢাকা/হাসান/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়