ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিবাহিত-অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ১২ জুলাই ২০২২   আপডেট: ১০:১৩, ১২ জুলাই ২০২২
বিবাহিত-অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ

ঢাকার ধামরাইয়ে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

ঈদুর আজহার দ্বিতীয় দিন সোমবার (১১ জুলাই) চৌহাট উত্তর পাড়া নব তরঙ্গ যুব সংঘের উদ্যোগে চৌহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। 

আরো পড়ুন:

প্রচুর দর্শক খেলাটি উপভোগ করেন। অবিবাহিত দল বিবাহিত দলকে ৩ গোল দেয়। বিবাহিত দল দেয় একটি গোল। 

আয়োজকরা জানান, বিনোদনের অন্যতম উৎস হিসেবে এ ফুটবল ম্যাচকে দর্শকরা সাদরে গ্রহণ করেন এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানায়। ভবিষ্যতে এরকম আরও ফুটবল ম্যাচ আয়োজনের আশা ব্যক্ত করেন। 

প্রীতি ফুটবল ম্যাচটি উদ্বোধন করেন চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার। বক্তব্য রাখেন চৌহাট সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুর রহমান (সুমন)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম। এছাড়া এলাকার বিশিষ্টব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন চৌহাট সোস্যাল ওয়েলফেয়ার  ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জুয়েল আল মাহমুদ।

/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়