ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

ওয়ার্ল্ড এক্স‌পো ২০৩০: রিয়াদকে ঢাকার সমর্থন

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ১১ আগস্ট ২০২২  
ওয়ার্ল্ড এক্স‌পো ২০৩০: রিয়াদকে ঢাকার সমর্থন

ওয়ার্ল্ড এক্স‌পো ২০৩০ আয়োজনে সৌ‌দি আর‌বকে সমর্থন দিয়েছে বাংলাদেশ। সৌ‌দি বাদশাহ সালমান বিন আব্দুল আজি‌জের কাছে পাঠা‌নো এক চিঠিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ সমর্থন জানান।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রিয়া‌দের বাংলাদেশ দূতাবাস জানায়, ১০ আগস্ট সৌ‌দি আর‌বে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জা‌বেদ পা‌টোয়া‌রী রাষ্ট্রপতির চিঠিটি সৌ‌দি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের কাছে হস্তান্তর ক‌রেন।

দূতাবাস জানায়, চিঠি হস্তান্তর করার পর দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করেন উভয়পক্ষ। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি এই সম্পর্ককে আরও গভীর করার প্রত্যাশা করেন। তারা দুই দেশের মধ্যে চলমান কিছু সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন।

জানা যায়, রিয়া‌দে ওয়ার্ল্ড এক্স‌পো ২০৩০ আয়োজনের জন্য ইতোমধ্যে ব্যুরো ইন্টারন্যাশনাল দেস এক্স‌পো‌জিসন (বিআইই) বরাবর আবেদন করেছে সৌ‌দি আরব।

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়