ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরও ১১ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ৩০ জানুয়ারি ২০২৩  
আরও ১১ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

ফাইল ফটো

বাংলাদেশে ২৯ জানুয়ারি সকাল ৮টা থেকে ৩০ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে, করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪২ অপরিবর্তিত আছে।

উল্লিখিত সময়ে ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩৭ হাজার ৫৪৩ জন।

সোমবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২৯ জানুয়ারি সকাল ৮টা থেকে ৩০ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪৭ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ৬৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৩৬ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৮০ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়