ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আলোচিত যত খবর

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ৮ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ২২:২৩, ৮ ফেব্রুয়ারি ২০২৩
আলোচিত যত খবর

বুধবার (৮ ফেব্রুয়ারি) দেশে ও বিদেশে ঘটেছে নানা ঘটনা, হয়েছে সংবাদ। এর মধ্যে আলোচিত ১০টি সংবাদ নিয়ে রাইজিংবিডি ডটকমের এ আয়োজন।

১. উচ্চ মাধ্যমিকে পাসের হার ৮৫.৯৫ শতাংশ

২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার পরীক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিলেন ১২ লাখ তিন হাজার ৪০৭ জন। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এর আগে, ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী ও বোর্ডের চেয়ারম্যানরা। পড়ুন বিস্তারিত

২. ইসির কাছে সংরক্ষিত ৪০ হাজার ইভিএমে ত্রুটি
 
ইভিএম প্রকল্পের পরিচালক (পিডি) কর্নেল সৈয়দ রাকিবুল হাসান জানিয়েছেন, নির্বাচন কমিশনের (ইসি) কাছে সংরক্ষিত ৪০ হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ত্রুটি পাওয়া গেছে। ত্রুটিপূর্ণ ইভিএমগুলো মেরামতের জন্য বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে পাঠানো হচ্ছে। আর ১ লাখ ১০ হাজার ইভিএম ভোটের জন্য প্রস্তুত রাখা আছে। পড়ুন বিস্তারিত

৩. ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে নতুন শর্ত
 
এখন থেকে ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতি নীতিমালায় নতুন শর্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নীতিমালায় শর্তানুযায়ী, ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতি দিতে হলে ব্যাংকিং ডিপ্লোমা পাশ বাধ্যতামূলক করা হয়েছে। তবে ব্যাংকিং কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয় এমন কর্মকর্তাদের জন্য এই শর্ত প্রযোজ্য হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে। পড়ুন বিস্তারিত

৪. ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে
 
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হওয়া তুরস্কের শহরগুলোতে উদ্ধারকারীদের প্রতিনিয়ত মর্মান্তিক দৃশ্যের সম্মুখীন হতে হচ্ছে। বুধবার ধ্বংসস্তুপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক নবজাতককে। তবে তার বাবা-মাকে পাওয়া যায়নি। বেঁচে যাওয়া এক বাবাকে ভাঙ্গা হাতে জড়িয়ে থাকতে দেখা গেছে মৃত কন্যা সন্তানকে। পড়ুন বিস্তারিত

৫. এরফান সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
 
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ এরফান সেলিমের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অ্যাডিশনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত এ আদেশ দেন। এদিন মামলাটি চার্জশুনানির জন্য ধার্য ছিল। এরফান সেলিম অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার পক্ষে সময় আবেদন করা হয়। এছাড়া তার আইনজীবী শ্রী প্রাণনাথ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় চার্জশুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময় আবেদন নামঞ্জুর করে এরফান সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পড়ুন বিস্তারিত

৬. টেলিফোনে আড়ি পাতা সংবিধান লঙ্ঘন

টেলিফোনে আড়ি পাতা সংবিধান লঙ্ঘন বলে সংসদে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি; বিরোধী মতালম্বীদের বিশেষ করে সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবী, বিরোধী রাজনৈতিক কর্মী ও সরকারের বিরোধিতা করে কথা বলেন- এমন ব্যক্তিদের স্মার্টফোনে আড়ি পাতা হচ্ছে। যা সুষ্পষ্টভাবে সংবিধানের ৩ অনুচ্ছেদের ৪৩ ধারার লঙ্ঘন। পড়ুন বিস্তারিত

৭. যৌতুক চেয়ে স্ত্রীকে নির্যাতন, এএসপি বরখাস্ত

যৌতুক চেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলায় সহকারী পুলিশ সুপার (এএসপি) রুবেল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বর্তমানে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে কর্মরত আছেন। গত ১১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখার জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান এক প্রজ্ঞাপনে রুবেল হককে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেন। পড়ুন বিস্তারিত

৮. তুরস্কে সংবাদ সংগ্রহে যেতে সাংবাদিকদের লাগবে না ভিসা 
 
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে সংবাদ সংগ্রহ করতে যেতে আগ্রহী সাংবাদিকদের জন্য ভিসার প্রক্রিয়া সহজ করেছে দেশটি। সাংবাদিকদের তুরস্ক যেতে কোনোরকম ভিসার প্রয়োজন হবে না। ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। কেউ যদি সংবাদ সংগ্রহের জন্য তুরস্কে যেতে চান, তবে নিজ নিজ অফিসের সম্মতিপত্র, ছবি এবং পাসপোর্টসহ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে। পড়ুন বিস্তারিত

৯. এইচএসসি সিলেবাসেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হওয়া উচিত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এইচএসসি ও সমমান পরীক্ষা যে সিলেবাসে অনুষ্ঠিত হয়, সেটাতেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কথা বলে এ বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে। তিনি বলেন, একই বিষয়ে বার বার পরীক্ষা হওয়া উচিত না। আমরা চাই, একটাই পরীক্ষা হোক। পড়ুন বিস্তারিত

১০. বান্দরবানে ১৭ জঙ্গিসহ ২০ জন গ্রেপ্তার
 
বান্দরবানের থানচির দুর্গম পাহাড় লোয়াংমুয়াল রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় টানা ১২ ঘণ্টার অভিযানে ১৭ জঙ্গিসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারদের মধ্যে ১৭ জন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সদস্য এবং তিন জন পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্য। পড়ুন বিস্তারিত

ঢাকা/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়