ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তুরস্কে সংবাদ সংগ্রহে যেতে সাংবাদিকদের লাগবে না ভিসা 

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ৮ ফেব্রুয়ারি ২০২৩  
তুরস্কে সংবাদ সংগ্রহে যেতে সাংবাদিকদের লাগবে না ভিসা 

ছবি: রয়টার্স

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে সংবাদ সংগ্রহ করতে যেতে আগ্রহী সাংবাদিকদের জন্য ভিসা দেওয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটি। সাংবাদিকদের তুরস্ক যেতে কোনোরকম ভিসার প্রয়োজন হবে না।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

পোস্টে তিনি বলেছেন, ‘কেউ যদি সংবাদ সংগ্রহের জন্য তুরস্কে যেতে চান, তবে নিজ নিজ অফিসের সম্মতিপত্র, ছবি এবং পাসপোর্টসহ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে। ভূমিকম্পের কারণে পেশাদার কাজের অনুরোধের জন্য প্রেস ভিসার প্রয়োজন হবে না। প্রেস সদস্যদের অ্যাসাইনমেন্টপত্র, ছবি ও পাসপোর্টের কপিসহ ই-মেইলে ([email protected]) আবেদন করতে হবে।’

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী জানা গেছে, ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা প্রায় ১১ হাজার ছাড়িয়েছে। শুধু তুরস্কেই আট হাজার ৫৭৪ জনের মৃত্যু হয়েছে। আর সিরিয়া সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মারা গেছে দুই হাজার ৬৬২ জন। দুই দেশ মিলিয়ে ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১১ হাজার ২৩৬ জন ছাড়িয়েছে। তুরস্ক ও সিরিয়া সরকার এবং হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের এ সংখ্যা জানিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়