ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেরি থেকে নদীতে ৫ যান, ৩ জনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ২১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০৮:৪৬, ২১ ডিসেম্বর ২০২৫
ফেরি থেকে নদীতে ৫ যান, ৩ জনের লাশ উদ্ধার

ধলেশ্বরী নদীতে ট্রাকসহ পাঁচ যানবাহন নদীতে পড়ার পর মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে পানিতে পড়ে গেছে ট্রাকসহ পাঁচটি যানবাহন। এ ঘটনায় নিখোঁজ তিনজনেরই মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে মাঝ নদীতে ঘটনাটি ঘটে। 

মারা যাওয়ারা হলেন- মোটরসাইকেল চালক রফিক, ভ্যানচালক স্বাধীন ও প্রবাসী মাসুদ।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে বক্তাবলী ঘাট থেকে একটি ফেরি নরসিংপুর ঘাটের দিকে যাচ্ছিল। ফেরিটি মাঝ নদীতে অবস্থানকালে এতে থাকা একটি ট্রাক হঠাৎ সামনের দিকে এগোতে থাকে। এ সময় সামনে থাকা দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি ভ্যানকে ধাক্কা দেয়। ধাক্কায় ফেরির রেলিং ভেঙ্গে ট্রাকসহ এসব যান নদীতে পড়ে যায়। ঘটনার পর কয়েকজন যাত্রী ও যানচালক সাঁতরে তীরে উঠতে পারলেও মোটরসাইকেল চালক রফিক, রিকশা ভ্যানের চালক স্বাধীন ও প্রবাসী মাসুদ নিখোঁজ হন।

বক্তাবলি নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক রকিবুজ্জামান বলেন, “ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ নিজেই স্টার্ট নিয়ে নিয়ন্ত্রণ হারায়। সামনে থাকা দুটি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি ভ্যানকে নিয়ে রেলিং ভেঙ্গে ট্রাকটি নদীতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে একজন রিকশা ভ্যানচালক নিখোঁজ থাকার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে।”

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান বলেন, “ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে পানিতে পড়ে যায় ট্রাকসহ কয়েকটি যানবাহন। এ ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/অনিক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়