ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

দেশে ফিরলেন ৩৩৩ হাজি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ২ জুলাই ২০২৩   আপডেট: ২২:৪৭, ২ জুলাই ২০২৩
দেশে ফিরলেন ৩৩৩ হাজি

ফাইল ফটো

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৩৩৩ জন হজযাত্রী। বাংলাদেশে প্রথম ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করেছে সৌদি আরবের এয়ারলাইন ফ্লাইনাস। 

রোববার (২ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রথম ফিরতি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় হাজীদের জমজমের পানি এবং ফুল দিয়ে অভ্যর্থনা জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। 

হাজিদের অভ্যর্থনা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। এ সময় বেবিচকের সদস্য (পরিকল্পনা) এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরীসহ বিমানবন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দরে অবতরণের পর প্রত্যেক হাজির হাতে পাঁচ লিটারের জমজমের পানির কন্টেইনার বুঝিয়ে দেওয়া হয়।

হজ পালন শেষে ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন যাত্রী দেশে ফেরার কথা রয়েছে।

হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়