ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু 

প্রকাশিত: ১০:০৪, ১৭ ডিসেম্বর ২০২৩  
মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু 

প্রতীকী ছবি

রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ মো. কামাল আবেদিন নামে ৩৯ বছর বয়সি আরও একজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে মারা যান। এ নিয়ে মারা গেলেন মোট ৫ জন।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাত ৮টার দিকে মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় ৮ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, মহাখালী বিস্ফোরণে  আগুনের ঘটনায় মো. কামাল আবেদিন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে ১৫ শতাংশ দগ্ধ হয়েছিল, তার শ্বাসনালী পুড়ে গিয়ছিল। এ পর্যন্ত মোট ৫ জন মারা গেলেন। বর্তমানে ২ জন চিকিৎসাধীন রয়েছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক।

/হাসান/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়