ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হানিফ ফ্লাইওভারে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত 

প্রকাশিত: ১৩:৫২, ২১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৩:৫৭, ২১ ডিসেম্বর ২০২৩
হানিফ ফ্লাইওভারে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত 

রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসচাপায় মো. শরিফ হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপরে ধোলাইপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারজানা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালের দিকে মোটরসাইকেল চালক হানিফ ফ্লাইওভার দিয়ে ধোলাইপাড়ের ঢালে ওঠার সময় টার্ন নিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খান। এতে ছিটকে পড়ে দেশ ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকার নিচে পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

তিনি আরও বলেন, ঘটনার পরেই বাসচালককে আটক করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ভাই রাজিব হোসেন বলেন, আমার বড় ভাই শরিফ একটি প্রাইভেট কোম্পানিতে জব করতেন। আজ সকালে বাসা থেকে বের হন কাজের উদ্দেশ্যে। পরে যাত্রাবাড়ী পুলিশের মাধ্যমে আমরা দুর্ঘটনার খবর পাই।  

শরিফ হোসেন সূত্রাপুরের একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার বাবার নাম মোবারক আলী।

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়