ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরিয়ে নেওয়া হবে শাহবাগ থানা, মন্ত্রিসভার সম্মতি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ৩ জুন ২০২৪   আপডেট: ১৭:১৫, ৩ জুন ২০২৪
সরিয়ে নেওয়া হবে শাহবাগ থানা, মন্ত্রিসভার সম্মতি

ফাইল ফটো

‘সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ’ প্রকল্প বাস্তবায়নের জন্য সরিয়ে নেওয়া হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা। সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে সরিয়ে এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে নেওয়া হবে।

সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শাহবাগ থানা স্থানান্তরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বৈঠকে এ প্রস্তাব তোলে। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে শাহবাগ থানা ছিল অন্যতম প্রধান বাধা। শাহবাগ থানা স্থানান্তরের বিষয়টি মন্ত্রিসভায় অনুমোদনের ফলে এ প্রকল্প বাস্তবায়নে আর বাধা রইল না।

নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়