ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাসস এমডি আজাদসহ ৫ জনের চুক্তি বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ১৭ আগস্ট ২০২৪  
বাসস এমডি আজাদসহ ৫ জনের চুক্তি বাতিল

আবুল কালাম আজাদ

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ পাঁচজনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

শনিবার (১৭ আগস্ট) তাদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে দেখা গেছে, বাংলা একাডেমির মহাপরিচালক ড. মো. হারুন উর রশিদ আসকারী, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর এবং বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতা, ভারত মিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

নঈমুদ্দীন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়