উত্তরায় দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তাৎক্ষনিক হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডোয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিধ্বস্ত হয়।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বিমান বিধস্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানাতে পারেননি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, “আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত কোনো হতায়াতের খবর পাওয়া যায়নি। সোয়া ১টার দিকে আগুনের ঘটনার খবর পাওয়ার পর পর সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেছেন।”
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক রাইজিংবিডিকে বলেন, “আমার ছেলে মাইলস্টোন স্কুলে পড়ে। স্কুল ছুটির মুহূর্তে বিমানটি বিধ্বস্ত হয়েছে। আমার ছেলে গেটের কাছে পৌঁছালে একটি শব্দ শুনতে পায়। পেছন ফিরে দেখে ধোঁয়ার কুণ্ডলী। বিমান বিধস্ত হওয়ার পর আগুন ধরে যায়।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমান বিধ্বস্ত হওয়ার পর শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ছোটাছুটি করতেও দেখা গেছে। স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনী সদস্যদেরও উদ্ধার তৎপরতায় অংশ নিতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরাও চালাচ্ছেন উদ্ধার তৎপরতা।
অপর একটি ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনী সদস্য ও স্থানীয়রা আহতদের হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে। উৎসুক জনতা ভিড় করেছেন দুর্ঘটনাস্থলে।
ঢাকা/এমআর/ইভা