ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝরে পড়া ফুলকুঁড়িদের জন্য শোকের দিন, অর্ধনমিত জাতীয় পতাকা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ২২ জুলাই ২০২৫   আপডেট: ১৪:১৬, ২২ জুলাই ২০২৫
ঝরে পড়া ফুলকুঁড়িদের জন্য শোকের দিন, অর্ধনমিত জাতীয় পতাকা

বিমান বিধ্বস্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের জন্য মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে বিএসইসি ভবনে অর্ধনমিত জাতীয় পতাকার ছবিটি তুলেছেন নুরুজ্জামান তানিম।

ঝরে পড়া ফুলদের স্মরণ করছে দেশ। ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিত, আজ ঢাকার আকাশজুড়ে বিষাদের ছায়া।

মঙ্গলবার (২১ জুলাই) সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে। আহত-নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

গতকাল দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। যার মধ্যে ২৫ জনই শিশু। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। এ পর্যন্ত ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টি জানানো হয়।

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সংশ্লিষ্ট হাসপাতালসহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন। সরকার সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলেও জানিয়েছেন।

এ ঘটনায় আজ মঙ্গলবার অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকা/কেএন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়