ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দয়াগঞ্জে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা

মেডিকেল প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ২৭ জুলাই ২০২৫   আপডেট: ১৪:৫৩, ২৭ জুলাই ২০২৫
দয়াগঞ্জে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা

ফাইল ফটো

রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জে পূর্ব শত্রুতার জেরে আরিফুল ইসলাম বাবু (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দয়াগঞ্জ রেললাইন সংলগ্ন কলস ওয়ালার বাড়ির সামনে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

নিহতের পরিবার জানায়, পূর্ব শত্রুতার জেরে কলস ওয়ালার বাড়ির সামনে আরিফুলকে কুপিয়ে আহত করেন রবিনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসক সকাল ৮টার দিকে আরিফুলকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী আয়েশা আক্তার বলেন, “আমার স্বামী আরিফুলের সঙ্গে রবিনের দ্বন্দ্ব ছিল। কী নিয়ে দ্বন্দ্ব ছিল সেটা আমার জানা নেই। আজ সকালের দিকে গেন্ডারিয়ার দয়াগঞ্জ রেললাইন সংলগ্ন কলস ওয়ালার বাড়ির সামনে রবিনের নেতৃত্বে শাহিন, মাসুদ ও কাদেরসহ পাঁচজন ধারালো অস্ত্র দিয়ে আমার স্বামীকে কুপিয়ে রাস্তার ওপর ফেলে যায়।” 

তিনি বলেন, “আমরা আরিফুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক আমার স্বামীকে মৃত বলে জানান।”

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”

ঢাকা/বুলবুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়