ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আন্তর্জাতিক মান অনুযায়ী শ্রমিক‌দের অধিকার নিশ্চিত করা হবে: শ্রম সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ৩১ জুলাই ২০২৫   আপডেট: ২২:২৯, ৩১ জুলাই ২০২৫
আন্তর্জাতিক মান অনুযায়ী শ্রমিক‌দের অধিকার নিশ্চিত করা হবে: শ্রম সচিব

আন্তর্জাতিক শ্রমমান ও বিভিন্ন কনভেনশন অনুযায়ী শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তা‌দের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স‌চিব এ এইচ এম স‌ফিকুজ্জামান।

বৃহস্প‌তিবার (৩১ জুলাই) সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ও এইচ অ্যান্ড এম এর প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন।

শ্রম সচিব বলেন, “বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এ বিদ্যমান শ্রম অধিকার, ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শিশুশ্রম নিরসন এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে শ্রম ও কর্মসংস্থান  মন্ত্রণালয় কাজ করছে।”

“আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে শ্রম আইন সংশোধনসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে,” ব‌লেও জানান তি‌নি।

এইচ অ্যান্ড এমসহ অন্যান্য ব্র্যান্ড বায়ারদের কাছে প্রত্যাশা অনুযায়ী ফেয়ার প্রাইজ এর বিষয়টি নিশ্চিত করার জন্য শ্রম সচিব অনুরোধ জানান।

ইউ চেম্বার ও এইচ অ্যান্ড এম এর প্রতিনিধিরা আন্তর্জাতিক শ্রমমান, আইএলওর প্রত্যাশা, ন্যূনতম মজুরি, লিভিং ওয়েজ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপের পরামর্শ দেন।এছাড়া, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ পুনর্গঠন ও শ্রম আইন সংশোধন প্রক্রিয়ায় অংশীদারদের মতামত অন্তর্ভুক্তির জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রমের ভুয়সী প্রসংশা করেন।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়