ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাহবাগে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা, ৬ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ৩ আগস্ট ২০২৫   আপডেট: ১৪:৪০, ৩ আগস্ট ২০২৫
শাহবাগে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা, ৬ নির্দেশনা

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে দেশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ মোড়ে মূল মঞ্চের সামনে জড়ো হচ্ছেন। সমাবেশ ঘিরে নেতাকর্মীদের ৬ দফা নির্দেশনা দিয়েছে সংগঠনটি।

রবিবার (৩ আগস্ট) সকাল থেকেই শাহবাগে দলে দলে ছাত্রদলের নেতাকর্মীদের আসতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের ভিড় বাড়ছে।

ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব বলছে, আজকের ছাত্র সমাবেশ সফল করতে গঠন করা হয়েছে প্রায় ৯০টি সাংগঠনিক টিম। দেশের সব জেলা ও মহানগরের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবেন। সমাবেশে আসার জন্য দুটি বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছে। সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ স্থলে সরাসরি উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের কেন্দ্রীয় নেতারা। 

বরিশাল থেকে আগত ছাত্রদল নেতা আল আমিন বলেন, ‘‘ছাত্রদল আগামী বাংলাদেশ গড়তে বড় ভূমিকা রাখবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে আমরা আগামীর দেশ গড়বো। আমাদের নেতা তারেক রহমান দেশে আসবে। এবং একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে- আমরা তাই চাই।’’

এ দিকে সমাবেশের কারণে শাহবাগ মোড় দিয়ে কোনো যান চলাচল করতে পারছে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যান চলাচল সচল রাখার জন্য বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে। রুটগুলো হলো: 

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: সোনারগাঁও সিগন্যাল/বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহনগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং এ সোজা শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে যাতায়াত করবে।

কাটাবন মোড়: সায়েন্সল্যাব ক্রসিং হয়ে পশ্চিম দিক থেকে আগত যানবাহনগুলো কাটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত/পলাশী হয়ে অথবা কাটাবন মোড় থেকে বামে মোড় নিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।

মৎস্য ভবন মোড়: হাইকোর্ট/কদম ফোয়ারা ক্রসিং হয়ে আগত যানবাহনগুলো মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) হয়ে চলাচল করবে।

অপরদিকে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহন মৎস্যভবন ক্রসিং থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হাইকোর্ট হয়ে গুলিস্তান/ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলাচল করবে।

টিএসসি/রাজু ভাস্কর্য: নীলক্ষেত ক্রসিং/দোয়েল চত্বর ক্রসিং থেকে আসা যানবাহন টিএসটি/রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্বর/নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে।

ছাত্রদলের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের ৬ দফা নির্দেশনা: 

১. সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড বহন করা যাবে না।

২. কেন্দ্রীয়ভাবে নির্ধারিত স্থানে প্রতিটি ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে এবং সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত সে স্থান না ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

৩. কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট এবং বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালের মধ্যবর্তী গলি হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিক দিয়ে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের চলাচলে সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।

৪. সমাবেশের দিন কোনো ইউনিটের কোনো যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না।

৫. কোনো ব্যক্তি বা ইউনিট আলাদা শোডাউন বা মিছিল নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করতে পারবে না।

৬. সমাবেশ শেষে নির্ধারিত স্থানের চারপাশ পরিষ্কার করে একে একে স্থান ত্যাগ করতে হবে।

ঢাকা/রায়হান

সর্বশেষ

পাঠকপ্রিয়