ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ৪ আগস্ট ২০২৫   আপডেট: ২১:৫৮, ৪ আগস্ট ২০২৫
‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা

ফাইল ফটো

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে ঘিরে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। তাই জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে চলাচলকারী গণপরিবহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে এবং নগরবাসীকে এসব এলাকার সড়ক এড়িয়ে চলতে অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বেলা ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। এ সময় মানিক মিয়া অ্যাভিনিউয়ের (খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত) সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। যানজট এড়াতে ডিএমপি নগরবাসীকে এই এলাকার পার্শ্ববর্তী সড়কগুলো এড়িয়ে চলতে এবং বিকল্প পথে চলাচল করতে অনুরোধ জানানো হয়েছে। নিচে বিভিন্ন পয়েন্টে যান চলাচলের জন্য কিছু নির্দেশনা দেওয়া হলো-

ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়ক

আড়ং ক্রসিং (মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত)

মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে অথবা মোহাম্মদপুর থেকে আসাদগেট হয়ে আসা যানবাহন খেজুর বাগান/ফার্মগেট না গিয়ে আড়ং ক্রসিং থেকে বামে মোড় না নিয়ে সোজা দক্ষিণ দিকে ধানমন্ডি-২৭ এর পূর্ব প্রান্ত হয়ে মিরপুর রোডে চলাচল করবে।

মিরপুর রোডের দক্ষিণ দিক থেকে আসা যানবাহন আড়ং ক্রসিং থেকে ডানে মোড় না নিয়ে সোজা উত্তর দিকে গিয়ে গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে যাতায়াত করবে।

খেজুর বাগান ক্রসিং (মানিক মিয়া অ্যাভিনিউয়ের পূর্ব প্রান্ত)

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইন্দিরা রোড হয়ে আসা ধানমন্ডিগামী যানবাহন খেজুর বাগান ক্রসিংয়ে সোজা না গিয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে বামে মোড় নিয়ে লেক রোড হয়ে গণভবন ক্রসিংয়ে বামে মোড় নিয়ে মিরপুর রোড দিয়ে দক্ষিণে ধানমন্ডির দিকে যাবে।

অনুষ্ঠান চলাকালীন যানজট এড়াতে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ধানমন্ডি/মোহাম্মদপুরগামী যানবাহনকে ফার্মগেট এক্সিট র‍্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

ফার্মগেট ক্রসিং

ফার্মগেট থেকে খেজুর বাগান/মানিক মিয়া অ্যাভিনিউ/মিরপুরগামী যানবাহন বামে মোড় না নিয়ে সোজা বিজয় সরণি হয়ে বামে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং/লেক রোড দিয়ে চলাচল করবে।

গণভবন ক্রসিং

মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট/সোনারগাঁওগামী যানবাহন গণভবন ক্রসিং থেকে সোজা দক্ষিণে না গিয়ে বামে মোড় নিয়ে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে ফার্মগেটের দিকে যাবে।

মোহাম্মদপুর থেকে আসাদগেট হয়ে আসা যানবাহন আসাদগেট ক্রসিংয়ে ডানে মোড় না নিয়ে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং দিয়ে চলাচল করবে।

আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত বিকল্প পথ এবং পার্কিং ব্যবস্থা

আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক ব্যবহার করে চলাচলের জন্য অনুরোধ করেছে পুলিশ। এছাড়া, অনুষ্ঠানে আগত দর্শকদের যানবাহন আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিংয়ের জন্য অনুরোধ করা হয়েছে।

ঢাকা/এমআর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়