ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠান শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ৫ আগস্ট ২০২৫  
‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠান শুরু

বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে লোকজন অনুষ্ঠানস্থলে হাজির হন। ছবি: রায়হান হোসেন

জুলাই শহীদদের স্মরণে আয়োজিত দিনব্যাপী ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠান শুরু হয়েছে। 

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে  সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তবে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে লোকজন অনুষ্ঠানস্থলে হাজির হন। 

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে সাইমুম শিল্পীরা পরিবেশন করেন ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা গান ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’। 

দিনব্যাপী এই আয়োজনে পর্যায়ক্রমে মঞ্চে আসবেন দেশের বিভিন্ন খ্যাতনামা শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পীরা।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানকে ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউসহ জাতীয় সংসদ ভবন এলাকা দিয়ে চলাচলকারী গণপরিবহনকে বিকল্প সড়ক ব্যবহারে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঢাকা/রায়হান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়