ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন, এনসিপির নেতারা বললেন ‘গুজব’

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ৫ আগস্ট ২০২৫   আপডেট: ১৫:৩৫, ৫ আগস্ট ২০২৫
কক্সবাজারে পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন, এনসিপির নেতারা বললেন ‘গুজব’

হঠাৎ করেই কক্সবাজারে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এটাকে ‘গুজব’ আখ্যায়িত বলেছেন, তারা কক্সবাজারে ব্যক্তিগত সফরে গেছেন। 

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান এনসিপির পাঁচ নেতা—হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, ডা. তাসমিন জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী ও খালেদ সাইফুল্লাহ। তারা ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে যান।

আরো পড়ুন:

এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন শাহীন বলেছেন, “এনসিপির পাঁচ নেতা হোটেল রয়েল টিউলিপে অবস্থান করছেন। তবে, এখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস নেই। পুরো হোটেলে মাত্র তিনজন বিদেশি আছেন, তারা সবাই চীনের নাগরিক।”

খালেদ সাইফুল্লাহ একটি সংবাদমাধ্যমকে বলেছেন, “এটা সম্পূর্ণ ভুয়া খবর। আমরা এখানে পিটার হাস কিংবা অন্য কারো সাথে কোন মিটিং করিনি। এমনকি পিটার হাসের সঙ্গে আমাদের দেখাও হয়নি। আমরা কয়েকজন এখানে ঘুরতে এসেছি।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এনসিপির নেতারা দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে উখিয়ার ইনানীতে হোটেল রয়েল টিউলিপে পৌঁছান। তবে, পিটার হাসকে হোটেলে পাওয়া যায়নি। 

ঢাকা/তারেকুর/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়