ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

নির্বাচন : সারা দেশে ১১২৭ প্লাটুন বিজিবি

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ২৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 নির্বাচন : সারা দেশে ১১২৭ প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা ও নিয়ন্ত্রণে সারা দেশে এক হজার ১২৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

শনিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১৮ ডিসেম্বর (মঙ্গলবার) নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ঢাকাসহ সারা দেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এরপর চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন এলাকায় আরো ১১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। সারা দেশে এখন এক হাজার ১২৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

নির্বাচন কমিশনের এক কার্যপত্রে উল্লেখ করা হয়, নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন সেনা ও নৌবাহিনীর সদস্যরা। র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল দেবেন। তারা ভোটকেন্দ্রের ভেতরে বা ভোট গণনা কক্ষে ঢুকতে পারবেন না। অবশ্য রিটার্নিং বা প্রিজাইডিং কর্মকর্তা চাইলে স্ট্রাইকিং ও মোবাইল টিমের সদস্যরা প্রয়োজনে ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন।



রাইজিংবিডি/ঢাকা/২৯ ডিসেম্বর ২০১৮/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়