ঢাকা     রোববার   ১২ মে ২০২৪ ||  বৈশাখ ২৯ ১৪৩১

ব্রাহ্মণবাড়ীয়ার ঘটনা সুপরিকল্পিত : বিএনপি

রেজা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৮, ১ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রাহ্মণবাড়ীয়ার ঘটনা সুপরিকল্পিত : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : ব্রাহ্মণবাড়ীয়ায় সুপরিকল্পিতভাবে সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। বলা হয়েছে, ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার মাধ্যমে যে ভীতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে তা নজীরবিহীন। এটা শান্তি, স্থিতিশীলতা ও ধর্মীয় স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ।

 

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

গত ৩০ অক্টোবর রোববার ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় রসরাজ দাস নামের এক ব্যক্তি পবিত্র কাবা শরীফ নিয়ে আপত্তিকর ছবি সামাজিক গণমাধ্যম ফেসবুকে পোস্ট করলে ওই এলাকা উত্তাল হয়ে ওঠে।

 

রিজভী বলেন, ‘পবিত্র কাবা শরীফকে নিয়ে অবমাননাকর ও ধৃষ্টতাপূর্ণ পোস্ট ফেসবুকে যে দিয়েছে, তাকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

 

হিন্দু সম্প্রদায়ের জানমাল বিপন্ন হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘রসরাজ দাসের বিরুদ্ধে নাসিরনগর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার বিষয়টি সে অস্বীকার করেছে। তারপরও অপরাধের বিষয়টি যাচাই না করে আইন হাতে তুলে নেওয়া বর্বরতারই নামান্তর।’

 

তিনি বলেন, ‘হুজুগ সৃষ্টি করে দোষারোপের মাধ্যমে একটি সংঘাতপূর্ণ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে মহল বিশেষ ইন্ধন যুগিয়ে থাকে। বিএনপি সব ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং দেশের সকল জনগোষ্ঠীর নিরাপত্তা বিধান ও ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

 

রিজভী বলেন, ‘বেশ কিছুদিন ধরেই একটি কুচক্রী মহল বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মজবুত মোজাইক ভেঙে ফেলার জন্য গভীর চক্রান্ত চালিয়ে যাচ্ছে। জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে বিভিন্ন সম্প্রদায়কে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়ে সরকার মহাসুবিধা নিতে চায়।’

 

তিনি বলেন, ‘এই সরকারের আমলে বিভিন্ন ধর্ম-সম্প্রদায়ের ওপর যে হামলা হয়েছে, সেটিকে চিরদিনের জন্য নির্মূল করার বাস্তব কোন উদ্যোগ কখনোই গ্রহণ করা হয়নি। বরং পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও বিভাজন জিইয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।’

 

এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘৭ ন‌ভেম্বর স্বাধীনতা সুরক্ষা ও আওয়ামী লী‌গের পুনর্জন্ম হ‌য়ে‌ছে। এ দিন আওয়ামী লী‌গের একদলীয় শাসনতন্ত্র থে‌কে বহুদলীয় শাসন ব্যবস্থা শুরু হ‌য়ে‌ছিল। এ রকম একটা দিন নি‌য়ে আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হা‌নি‌ফের বক্তব্য অনাকা‌ঙ্খিত।’

 

বিএনপিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবসে রাজধানীতে সমাবেশ করতে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন রুহুল কবির রিজভী।

 

সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন ‌বিএন‌পির যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ‌বি এম মোশাররফ হো‌সেন, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হো‌সেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১ নভেম্বর ২০১৭/রেজা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়