ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

জাতীয় পার্টিই মানুষের শেষ ভরসা: রুহুল আমিন

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ১৪ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় পার্টিই মানুষের শেষ ভরসা: রুহুল আমিন

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, জাতীয় পার্টি দেশের মানুষের শেষ ভরসা। শান্তিপ্রিয় মানুষের নিরাপদ আশ্রয়স্থল। মানুষের ভাগ্যের উন্নয়নের জন্যই আমরা রাজনীতি করি। ক্ষমতায় গিয়ে আমরা মানুষের মুখে হাসি ফোটাতে চাই।

২০ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী ‍উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ উপলক্ষে রোববার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাওলাদার বলেন, ‘দেশের পরীক্ষিত নেতা হচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি এদেশের মানুষের আশা আকাঙ্খার প্রতীক। তার দিকে তাকিয়ে আছে গোটা জাতি। তার নেতৃত্বে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশায় মানুষ। তাই আগামীতে লাঙলে ভোট দিয়ে জোটকে ক্ষমতায় নিতে হবে। মানুষের প্রত্যাশা পুরণ করতে হবে।’

জোটের ব্যানারে তিনশ আসনে নির্বাচনের ঘোষণা দেন জাপা মহাসচিব। তিনি বলেন, ‘সম্মিলিত জোটের ব্যানারে তিনশ আসনে নির্বাচনের প্রস্তুতি রয়েছে আমাদের। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমরা যে কোন পরিস্থিতিতে নির্বাচনের জন্য প্রস্তুত।’

২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে হাওলাদার বলেন, ‘নির্বাচনের আগে এটাই শেষ মহাসমাবেশ। এই কর্মসূচি সফল করতে হবে আমাদের। এই কর্মসূচির মাধ্যমে সারাদেশে জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি প্রমাণ করে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘মহাসমাবেশকে কেন্দ্র করে সারাদেশে গণজাগরণ সৃষ্টি হয়েছে। আশা করছি দলে দলে সবাই সমাবেশে যোগ দেবেন। দেশবাসীর উদ্দেশ্যে পার্টির চেয়ারম্যান গুরুত্বপুর্ণ ভাষণ দেবেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মিলিত জাতীয় জোটের শরিক বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক, বিএনএ চেয়ারম্যান সেকান্দার আলী মনি, জাপা প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ইসলামী ফ্রন্টের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইয়েদ মুজাফফর আহমদ মুজাদেদ্দী ও অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, বিএনএ মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, খেলাফত মজলিসের মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মুছা, মাওলানা আজিজুর রহমান হেলাল।

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের যৌথ সভা
২০ অক্টোবর সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ সফল করতে সোমবার বেলা ১১টায় গুলশানের ইমানুয়েলস্ কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর জাতীয় পার্টি উত্তরের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি থাকবেন জোটের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে সভায় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপির উপস্থিত থাকার কথা রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ অক্টোবর ২০১৮/নঈমুদ্দীন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়