ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

সোহেল চৌধুরী হত্যা মামলা

রায় শুনে ইমন বললেন,‘বিজয় পেয়েছি’ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ৯ মে ২০২৪   আপডেট: ১৬:০৫, ৯ মে ২০২৪
রায় শুনে ইমন বললেন,‘বিজয় পেয়েছি’ 

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে ইমন (সংগৃহীত ছবি)

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে, শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সানজিদুল ইসলাম ইমনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তারা খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার (৯ মে) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ চক্রবর্ত্তীর আদালত এ রায় ঘোষণা করেন।

মামলার ৯ আসামির মধ্যে একমাত্র সানজিদুল ইসলাম ইমনই কারাগার ছিলেন। এদিন রায় ঘোষণার আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে ইমনকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালতে থেকে বের করার পর রায়ের প্রতিক্রিয়ায় ইমন বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি বিজয় পেয়েছি। খালাস পেয়েছি।’

জামিনে থাকা তিন আসামির মধ্যে আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী আদালতে হাজিরা দেন। তারিক সাঈদ মামুন ও ফারুক আব্বাসী জামিনে ছিলেন। এদিন তাদের পক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। আদালত সময় আবেদন নামঞ্জুর করে তাদের জামিন বাতিলের আদেশ দেন। আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, সেলিম খান, হারুন অর রশীদ ওরফে লেদার লিটন ওরফে বস লিটন ও আদনান সিদ্দিকী পলাতক।

মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়