ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নওগাঁ-৬ উপ-নির্বাচন: বিএনপির ১২ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ৩ অক্টোবর ২০২০  
নওগাঁ-৬ উপ-নির্বাচন: বিএনপির ১২ সদস্যের কমিটি

নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণার জন্য ১২ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী ওই কমিটির আহ্বায়ককে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনার জন্য নির্দেশক্রমে আপনাকে দায়িত্ব দেওয়া হলো। আপনার নেতৃত্বাধীন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে আপনি নওগাঁ-৬ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করবেন বলে দল আশা রাখে।

কমিটির অন্য সদস্যরা হলেন—বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, লেফটেন‌্যান্ট কর্নেল (অব.) এমএ লতিফ খান, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল (সাবেক মেয়র, রাসিক), সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, সহ-সমবায় সম্পাদক নাজমুল হক সানি, সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শফিকুল ইসলাম মিলন, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, মামুনুর রহমান রিপন, খাজা নাজিব উল্লাহ চৌধুরী, ফজলে হুদা বাবুল, রবিউল আলম বুলেট ও শামসুল আলম প্রামাণিক।

নওগাঁ-৬ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নওগাঁ জেলা বিএনপির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।

আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ইস্রাফিল আলমের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

ঢাকা/ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়