ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিএনপি নেতা আলালের শাস্তি চান শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ১১ ডিসেম্বর ২০২১  
বিএনপি নেতা আলালের শাস্তি চান শিক্ষামন্ত্রী

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল (ফাইল ফটো)

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ কটূক্তি করেছেন। এটি কোনোভাবেই কাম্য নয়। দেশে যে আইন আছে, এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ কটূক্তির বিরুদ্ধে সে আইন প্রয়োগ করতে হবে।’

শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।  

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিএনপির ষড়যন্ত্র ও চক্রান্তকারীদের একজন মোয়াজ্জেম হোসেন আলাল অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। আমি আশা করি, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ, কোনো সুস্থ সমাজে এটি নিশ্চয় গ্রহণযোগ্য নয়।'

দীপু মনি বলেন, ‘যারা পুড়িয়ে মানুষ হত্যা করে, নাশকতা করে, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের দোসর, তাদের কোনোভাবেই রাজনীতিবিদ বলা যায় না। কোনো রাজনীতিবিদ কখনো যুদ্ধাপরাধীদের দোসর হতে পারে না। সুস্থ ধারার কোনো রাজনীতি আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা, ইতিহাস বিকৃতি করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘সারা দেশ আজ ক্ষুব্ধ। কারণ, এ ধরনের অসদাচরণ কখনোই কারো কাছে কাম্য নয়।’ 

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়