ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশের বাজারে শিশুদের জন্য শিক্ষামূলক সফটওয়্যার

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ১ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশের বাজারে শিশুদের জন্য শিক্ষামূলক সফটওয়্যার

বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : দেশের বাজারে এসেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০১৫ সালের বই ও শিক্ষাক্রম অনুসরণ করে দ্বিতীয় শ্রেণীর বাংলা, ইংরেজি ও অংক বিষয়ের তিনটি সফটওয়্যার। এগুলো তৈরি করেছে বিজয় সফটওয়্যার ও বিজয় কিবোর্ডের জনক মোস্তাফা জব্বারের সফটওয়্যার প্রতিষ্ঠান বিজয় ডিজিটাল। 

 

শিশুরা এই সফটওয়্যারগুলো দিয়ে পাঠ্যবইয়ের বিষয়বস্তুগুলোকে ডিজিটাল যন্ত্রে অধ্যয়ন করতে পারবে। 

 

বাংলা
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০১৫ সালের সিলেবাস অনুসারে এই সফটওয়্যারটিতে রয়েছে ছবির গল্প: সুন্দরবন, শীতের সকাল, জলপরি ও কাঠুরে, দাদির হাতের মজার পিঠা। প্রবন্ধ রয়েছে: নানা রঙের ফুলফল, দুখুর ছেলেবেলা, খামার বাড়ির পশুপাখি, ছয় ঋতুর দেশ, মুক্তিযুদ্ধের একটি সোনালি পাতা।

কবিতা: আমাদের দেশ, আমি হব, আমাদের ছোট নদী, ট্রেন, প্রার্থনা এবং কাজের আনন্দ। প্রতিটি গল্প, প্রবন্ধ, কবিতার সঙ্গে রয়েছে ইন্টার‌্যাকটিভ অনুশীলনী

 

অংক
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০১৫ সালের সিলেবাস অনুসারে এই সফটওয়্যারটিতে রয়েছে সংখ্যা: সংখ্যার তুলনা, জোড়-বিজোড় সংখ্যা ও ক্রমবাচক সংখ্যা। যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভগ্নাংশ, বাংলাদেশি মুদ্রা ও নোট, পরিমাপ-দৈর্ঘ্য, ওজন, তরলের আয়তন, দিন ও সপ্তাহ, বর্ষপঞ্জি, সময়, জ্যামিতিক আকৃতি। সফটওয়্যারটির প্রতিটি অধ্যায় এক একটি গেম।


ইংরেজি
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০১৫ সালের সিলেবাস অনুসারে এই সফটওয়্যারটিতে রয়েছে :  

 

নতুন এই ৩টি সফটওয়্যার ছাড়াও বিজয় ডিজিটাল এর আগে বিজয় শিশুশিক্ষা-১ নামে শিশুদের জন্য বাংলা, ইংরেজি ও অংক, বিজয় শিশু শিক্ষা-২ নামেও বাংলা, ইংরেজি ও অংক এবং বিজয় প্রাথমিক শিক্ষা-১ এর বাংলা, ইংরেজি ও অংক বিষয়ক ৯টি সফটওয়্যার প্রকাশ করেছে। এই নয়টি সফটয়্যার ৩টি সিডিতে পাওয়া যাচ্ছে। প্রতিটি সিডির দাম ২০০ টাকা।

 

বিজয় প্রাথমিক শিক্ষা ২ সিরিজের বাংলা, ইংরেজি ও অংক এই তিনটি সফটওয়্যারের প্রতিটির মূল্য ২০০ টাকা। দেশের সফটওয়্যার/সিডি বিক্রেতাদের কাছে এই সফটওয়্যারগুলো পাওয়া যাবে। আরও জানতে যোগাযোগ: ৭১৯৪০০২। ভিজিট: www.bijoydigital.com

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়