বাচ্চাদের খেলনা অনলাইনে
রনজিত সরকার || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ডেস্ক রিপোর্ট
ঢাকা , ১৭ অক্টোবর: প্রথমবারের মতো কেবল বাচ্চাদের খেলনা নিয়ে দেশে যাত্রা শুরু করলো একক অনলাইন টয় শপ-‘শখের দোকান’। বাণিজ্যিক কার্যক্রম শুরু করা এই ই-কমার্স সাইটটিতে রয়েছে বাচ্চাদের উপযোগী হরেক রকম ইলেকট্রনিক্স খেলনা।
অভিভাবকরা এখন থেকে অনলাইনে ঘরে বসেই স্কাই ডরিমন, হেলিকপ্টার, রেসিং সুপার কার থেকে শুরু করে বাচ্চাদের বিএমডব্লিউ এক্স৬ রিচার্জেবল গাড়িও কিনতে পারবেন ।
এক্ষেত্রে ঢাকার মধ্যে হাতে খেলনা পাওয়ার পর মূল্য পরিশোধ করতে পারবেন তারা। আর ঢাকার বাইরে থেকে খেলনা কিনতে হলে পে-প্যাল ও বিকাশ এর মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে বলে জানিয়েছেন ‘শখের দোকান’ এর প্রধান নির্বাহী ইমরান খান।
অনলাইন টয়শপ- ‘শখের দোকান’র উদ্বোধন করেন বাংলাদেশে ও ডেস্ক এর কান্ট্রি অ্যাম্বাসেডর মাহমুদ হাসান সনি। এ সময় ‘আর্টিকেল লিখি’ এর প্রধান নির্বাহী হাসানুজ্জামান অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন।
রাইজিংবিডি/ আরএস
রাইজিংবিডি.কম