নিজের মোবাইল নম্বর জানার উপায়
মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : কোনো কারণে আপনার নিজের মোবাইল ফোন নম্বরটি মনে না আসলে কিংবা দীর্ঘদিন সিম বন্ধ থাকার কারণে নম্বরটি মনে করতে না পারলে, সিম নম্বরটি জানার সহজ উপায় রয়েছে। এবার জেনে নিন কীভাবে আপনার সিমের নম্বর জানবেন।
গ্রামীণফোনে নিজের নম্বর জানতে ডায়াল করুন : *২# অথবা *১১১*৮*২#
বাংলালিংকে নিজের নম্বর জানতে ডায়াল করুন : *৫১১#
রবিতে নিজের নম্বর জানতে ডায়াল করুন : *১৪০*২*৪#
এয়ারটেলে নিজের নম্বর জানতে ডায়াল করুন : *১২১*৬*৩#
টেলিটকে নিজের নম্বর জানতে মেসেজ করুন : AR লিখে ২২২ নম্বরে।
তথ্যসূত্র : ইন্টারনেট
রাইজিংবিডি/ঢাকা/৩ নভেম্বর ২০১৪/ফিরোজ/কমল কর্মকার
রাইজিংবিডি.কম