ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হারাচ্ছে গ্রামীণ খেলাগুলো, ভুলছি শিকড়ের টান

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ২৪ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হারাচ্ছে গ্রামীণ খেলাগুলো, ভুলছি শিকড়ের টান

কয়েকটি গ্রামীণ খেলার দৃশ্য

রফিকুল ইসলাম কামাল : কালের বিবর্তনে, আধুনিকতার দাপটে মহাকালের পাতা থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে আমাদের গ্রামীণ ঐতিহ্যের অসংখ্য-অগণিত খেলা। আমাদের শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যেসব গ্রামীণ খেলা- সেসব আজ ক্রমেই বিলুপ্তির পথে। অজপাড়াগাঁয়ের দুরন্ত কিশোরদের ডাঙুলি, কাবাডি, দাঁড়িয়াবান্ধা, ইচিং-বিচিং, কানামাছি প্রভৃতি অসংখ্য খেলার কথা ভুলতে বসেছি আমরা। আর ভুলতে বসেছি আমাদের শিকড়ের টান।

 

আমাদের বর্তমান প্রজন্ম ভিডিও গেমস, ফেসবুক, টুইটার এসব নিয়েই আগ্রহী; এসব নিয়েই তাদের জানাশুনা। কিন্তু বর্তমান প্রজন্ম জানে না বাংলার গৌরবময় ঐতিহ্যের কথা। জানে না আমাদের চিরায়ত সংস্কৃতির পরিচয়। গোল্লাছুট, বৌচি, দড়িলাফ, বালিশ বদল, হা-ডু-ডু, হাড়িভাঙা, ওপেন্টি বায়োস্কোপ, ইরি-বিরি, এলাটিং-বেলাটিং, ষোলগুটি, মার্বেল, সাতচাড়া, ইচিং-বিচিং, ল্যাংচা, গাঁদান, কুতকুত, চিক্কা, অ্যাঙ্গো অ্যাঙ্গো, বোমবাস্টিং, লাফালাফি, এক্কাদোক্কা, মইলা, বরফ পানি, চোখ বোজা, রুমাল চুরি, ঝুমঝুমাঝুম, খো খো, আগডুম বাগডুম, ব্যাঙের ছাতা, ডালি খেলা, বদন, কিং কিং, মন্দুরজ, কপাল টোকা, রেডি, চোর-পুলিশ, নোনতা বলরে, বউ-পুতুল, মোরগ লড়াই প্রভৃতি খেলাগুলোর কয়টার নাম জানে আমাদের বর্তমান প্রজন্ম? কয়টা খেলা খেলেছে তারা? দোষটা কি তাদের একার? নতুন প্রজন্মকে অতীতের গৌরবের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব, দায়বোধ কার? এই দায়িত্ব যারা পালন করবেন, তাদের মাধ্যমে সেটা সম্ভব হচ্ছে না। এমনকি শৈশব-কৈশোরে দাপিয়ে বেড়িয়ে যেসব খেলায় মেতেছেন আজকের বয়োবৃদ্ধরা, তারা নিজেরাই তো সেসব স্মৃতিময় দিনগুলো ভুলতে বসেছেন! সুতরাং নবীন প্রজন্মকে একা দোষ দিয়ে লাভ নেই।

 

 

এখনকার প্রজন্ম গ্রামবাংলার শাশ্বত চেতনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা খেলাগুলোর নাম শুনলে কেমন ফ্যালফ্যাল করে তাকায়! তারা যেন কোনো রূপকথার গল্প শুনছে! গ্রাম-গঞ্জের সর্বত্রই যে একসময় হাডুডু, গোল্লাছুট, মোরগ লড়াই, ডাঙ্গুলি প্রভৃতি খেলায় মেতে থাকতো আবালবৃদ্ধবনিতা- এসব খেলা খেলতে, দেখতে মানুষের যে ঢল নামতো, তা তো বর্তমান প্রজন্মের কাছে অবিশ্বাস্যই লাগবে। দায়টা আমাদের। আমরাই তো আমাদের আগামীর হাতে হাতে ভিডিও গেমস তুলে দিচ্ছি। বই-পুস্তকে কোথাও তো আমরা গ্রামীণ ঐতিহ্যের কথা তুলে ধরার আন্তরিকতাটুকু দেখাতে পারছি না।

 

গ্রামপ্রধান বাংলাদেশে একসময় গ্রামীণ খেলাগুলোই ছিল প্রধান। গ্রামবাংলার খেলাগুলোর প্রাধান্য, দাপট ছিল বেশি। কিন্তু সেসব এখন অতীত। ঘোরলাগা অতীত। আধুনিকতার দাপট, ভিডিও গেমসের দৌরাত্ম্য, ক্রিকেটের সাফল্য এবং সর্বোপরি ঐতিহ্যের প্রতি আমাদের অবহেলায় গ্রামীণ খেলাগুলো এখন বিলুপ্তির পথে। আর কিছুদিন পর হয়তো পুরোপুরিভাবেই গ্রামীণ খেলাগুলো ‘জাদুঘরে’ চলে যাবে। অথচ উল্টোটা হতে পারতো।

 

ক্রিকেট একসময় ব্যর্থতার চোরাবালিতে ঘোরপাক খেয়েছে। বছরের পর বছর ক্রিকেট আমাদেরকে ব্যর্থতা, হতাশা দিয়ে গেছে। কিন্তু তবু ক্রিকেটের প্রতি নজর ফিরিয়ে নেওয়া হয়নি। অব্যাহতভাবে ক্রিকেটে বিনিয়োগ করে যাওয়া হয়েছে। যার ফলস্বরূপ ক্রিকেট আজ আমাদেরকে সাফল্যের আনন্দে ভাসাচ্ছে। আমাদের গ্রামীণ খেলাধুলাগুলো বাঁচিয়ে রাখতে, নব প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ক্রিকেটের মতো শত শত কোটি টাকার বিনিয়োগের প্রয়োজন ছিল না; নেই-ও। সঠিক উদ্যোগ, সঠিক কর্মপ্রচেষ্টা, উদ্যম আর অল্প বিনিয়োগেই আমাদের ইতিহাস-ঐতিহ্যের সারথি গ্রামীণ খেলাগুলোকে এই আধুনিকতার যুগেও ছড়িয়ে দেয়া যেতো নবীন প্রজন্মের মাঝে। কিন্তু তা আর হলো কই। আমাদের কর্তাব্যক্তিদের- যারা প্ল্যান মেকার, যারা সঠিক কাজটি করবেন, তাদের এদিকে কোনো খেয়াল কোনোকালেই ছিল না; এখনো নেই। আর তাই হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাগুলো; আমরা ভুলে যাচ্ছি আমাদের শিকড়ের টান।

 

 

তবে কথায় বলে ‘কখনো না হওয়ার চেয়ে দেরিতে হওয়াটাও ভালো’। সুতরাং এখনো যদি সঠিক উদ্যোগ নেওয়া সম্ভব হয়, তবে হয়তো বিলুপ্তি থেকে, কালের অতল গহ্বরে হারিয়ে যাওয়া থেকে রক্ষা পাবে আমাদের চিরায়ত গ্রামীণ সংস্কৃতির খেলাগুলো। আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ‘গ্রামীণ ক্রীড়া ফেডারেশন’ গঠন করতে পারে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতায় গ্রামীণ খেলাগুলো অবশ্যই অন্তর্ভুক্ত করার নির্দেশ দিতে পারে কর্তৃপক্ষ। পাঠ্যপুস্তকে বিশদভাবে গ্রামবাংলার খেলাগুলো অন্তর্ভুক্ত করা যেতে পারে। অর্থাৎ, যে যে উপায়ে শত বছরের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা যায়, তার সবাই করা উচিত।

 

লেখক: সাংবাদিক।

 



রাইজিংবিডি/সিলেট/২৫ সেপ্টেম্বর/রফিকুল ইসলাম কামাল/আমিনুল/রহমান

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়