ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২০২৩ সালের এশিয়া কাপ ৫০ ওভারের!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ১৯ অক্টোবর ২০২১  
২০২৩ সালের এশিয়া কাপ ৫০ ওভারের!

পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান রমিজ রাজা সোমবার বলেছেন, পাকিস্তানে ২০২৩ সালের এশিয়া কাপ হবে ৫০ ওভারের। দুবাই থেকে ফিরে এসে পিসিবি ডিজিটালকে এই কথা জানান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুতে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গেও কথা হয়েছে তার। সবশেষ ২০১৮ সালের আসরটি হয়েছিল ওয়ানডে ফরম্যাটে, তার দুই বছর আগের প্রতিযোগিতা হয় টি-টোয়েন্টি ফরম্যাটে।

এই বছরের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারত যেতে রাজি না হওয়ায় তা শ্রীলঙ্কায় নেওয়া হয়। পরে করোনাভাইরাসের কারণে স্থগিত করে নেওয়া হয়েছে ২০২৩ সালে, আয়োজক পাকিস্তান। একই বছরে ওয়ানডে বিশ্বকাপ থাকায় এশিয়া কাপ ৫০ ওভারের হবে বলে রমিজ জানান, ‘পাকিস্তানে ২০২৩ সালের ইভেন্ট হবে ৫০ ওভারের, এই ব্যাপারে এসিসি রাজি এবং অনুমোদন দিয়েছে। এটি হবে সেপ্টেম্বরে। অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া পুরুষদের ২০২৩ বিশ্বকাপের সঙ্গে এই সূচি দারুণ সামঞ্জস্যপূর্ণ।’

আরো পড়ুন:

রমিজ আরো বলেন, ‘পাকিস্তানে এই টুর্নামেন্ট আয়োজন করতে মুখিয়ে আমরা এবং আমি আত্মবিশ্বাসী যে এটা হবে খুব গোছানো ইভেন্ট কারণ ভক্তরা এটাই চায়।’ ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে শ্রীলঙ্কায় আগামী বছরের এশিয়া কাপ ২০ ওভারের ফরম্যাটে হবে নিশ্চিত করেছেন পিসিবি প্রধান।

ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে রমিজ জানান। তার মতে, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ক্রিকেটীয় লড়াই হবে তখনই, যখন দুই দেশের ক্রিকেট বোর্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়