ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন উচ্চতায় চারবারের চ‌্যাম্পিয়ন অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ২৮ জানুয়ারি ২০২৩  
নতুন উচ্চতায় চারবারের চ‌্যাম্পিয়ন অধিনায়ক

বিপিএলে চারবারের চ‌্যাম্পিয়ন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ঢাকা গ্ল‌্যাডিয়েটর্সের হয়ে পরপর দুই মৌসুম শিরোপা জেতার পর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সকে চ‌্যাম্পিয়ন করেছেন। 

বিপিএলের নিয়মিত মুখ ডানহাতি এ পেসার এবার ছুঁয়েছেন নতুন মাইলক। চতুর্থ ক্রিকেটার হিসেবে বিপিএলে একশ ম‌্যাচ খেলার উচ্চতায় পৌঁছেছেন বিপিএলের সফলতম অধিনায়ক। সতীর্থ মুশফিকুর রহিম সবার আগে পৌঁছেছেন এই মাইলফলকে। এরপর এনামুল হক বিজয় ঢুকেছেন এলিট ক্লাবে। ইমরুল কায়েস শনিবার দুপুরে খুলনা টাইগার্সের ম‌্যাচ দিয়ে শততম ম‌্যাচ খেলেছেন। 

সন্ধ‌্যায় সিলেটের মাঠেই নিজের শততম ম‌্যাচ খেলতে নেমেছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি। ৯৯ ম‌্যাচে ৯৪টিতে খেলেছেন অধিনায়ক হিসেবে। যেখানে সবচেয়ে সফল তিনিই। ৬০ ম‌্যাচ জিতেছেন। হেরেছেন ৩৪ ম‌্যাচ। জয়ের শতাংশ ৬৩.৮২। 

অধিনায়ক হিসেবে সফল হওয়ার পাশাপাশি বোলার মাশরাফিও বেশ সফল। ৯৬ ইনিংসে ৯৬ উইকেট পেয়েছেন। সেরা বোলিং ১১ রানে ৪ উইকেট। ৬.৯৭ ইকোনমিতে মিলেছে এ সাফল‌্য। উইকেট সংখ‌্যায় তার চেয়ে এগিয়ে আছেন কেবল রুবেল হোসেন (৯৭) ও সাকিব আল হাসান (১২৬)।

সিলেট/ইয়াসিন/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়