ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যে কারণে সৌদি প্রো লিগে যোগ দিয়েছেন নেইমার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ১৭ আগস্ট ২০২৩   আপডেট: ১৩:৪৪, ১৭ আগস্ট ২০২৩
যে কারণে সৌদি প্রো লিগে যোগ দিয়েছেন নেইমার

প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন নেইমার দ্য সিলভা জুনিয়র। সেখানে তিনি বার্ষিক বেতন পাবেন ১০০ মিলিয়ন ডলার। অন্যান্য সুযোগ-সুবিধাদি মিলিয়ে বছরে তার আয় হবে প্রায় ১৭৫ মিলিয়ন ডলার। যা পিএসজিতে থাকাকালিনের চেয়ে অনেক বেশি।

নেইমারকে দলে নিতে ইউরোপের অনেক ক্লাব আগ্রহ দেখিয়েছিল। সেগুলোর প্রস্তাব ফিরিয়ে দিয়ে সৌদি আরবের লিগে কেন যোগ দিলেন তিনি?

আরো পড়ুন:

নেইমার জানিয়েছেন সৌদি আরবে আসতে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোতে অনুপ্রাণিত হয়েছেন, ‘রোনালদো এসব কিছুর সূচনা করেছিলেন। যখন তিনি সৌদি প্রো লিগে যোগ দিলেন তখন সবাই তাকে পাগল বলেছিল। এখন আপনারা দেখছেন এই লিগটা দিনকে দিনকে শক্তিশালী হচ্ছে।’

শুধু রোনালদো নয়। আরও কিছু কারণ রয়েছে নেইমারের সৌদি প্রো লিগে যোগ দেওয়ার। এ বিষয়ে তিনি বলেছেন, ‘গ্রীষ্মের দল-বদল মৌসুম শেষে এই লিগ আরও শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমি বিশ্বাস করি প্রতিদ্বন্দ্বিতাটা খুব জরুরি। আর সে কারণেই আমি এখানে যোগ দিয়েছি। আমি এখানে চ্যালেঞ্জ নিতে এসেছি। আমি লিগটাকে বড় করতে সহায়তা করতে চাই।’

এখানেই শেষ নয়, নেইমার প্রো লিগে রোনালদো, করিম বেনজেমা ও বরার্তো ফিরমিনোদের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন, ‘অন্য দলের খেলোয়াড়রা যখন উচ্চমানের হয় তখন বিষয়টা কিন্তু রোমাঞ্চকর। প্রতিপক্ষের বড় বড় খেলোয়াড়রা আপনাকে দারুণভাব উজ্জীবিত করবে। আপনাকে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে। আমি রোনালদো, বেনজেমা, ফিরমিনোদের বিপক্ষে খেলবো এটা ভেবেই বেশ উচ্ছ্বসিত।’

‘আমি সৌদি প্রো লিগে যোগ দিতে পেরে আনন্দিত। আর তাদের মুখোমুখি হওয়াটা হবে আমার জন্য দারুণ। অবশ্যই ব্রাজিলের অনেক মানুষ এই লিগের খেলা দেখবে এখন। যেহেতু আমি এখানে খেলছি সুতরাং আমি প্রত্যাশা করবো সকল ব্রাজিলিয়ান এমনকি সবাই এই লিগকে ফলো করবেন এবং আল-হিলালকে সাপোর্ট করবেন। আপনাদেরকে উপভোগ্য ফুটবল উপহার দিতে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো। আমাদের লক্ষ্য সব শিরোপা জেতা।’

সৌদি প্রো লিগে শনিবার আল-ফেইহার মুখোমুখি হবে নেইমারদের আল-হিলাল।

সৌদি প্রো লিগ ৬০০ মিলিয়ন ইউরো বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। যাতে করে বিশ্বের সেরা সেরা ফুটবলাররা এখানে আসেন খেলতে। সেপ্টেম্বরের মধ্যে সৌদি প্রো লিগে খেলতে আসার সম্ভাবনা রয়েছে লিভারপুলের অধিনায়ক জর্ডান হেন্ডারসন ও ম্যানচেস্টার সিটির রিয়াদ মাহরেজের।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়