ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

প্রথমবার ম্যানসিটি ছয়ে ছয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ১৪ ডিসেম্বর ২০২৩  
প্রথমবার ম্যানসিটি ছয়ে ছয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি গ্রুপপর্ব শেষ করলো ছয় ম্যাচের ছয়টিতেই জিতে। বুধবার রাতে ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে হারিয়েছে ৩-২ গোলে।

এই জয়ে ছয় ম্যাচের ছয়টিতেই জিতে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শেষ ষোলেতে গেল পেপ গার্দিওলার শিষ্যরা। ১২ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী হয়েছে আরবি লাইপজিগ।

এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের ছয় ম্যাচের ছয়টিতেই জিতলো ম্যানসিটি। এর আগে কখনো তারা এই কীর্তি গড়তে পারেনি। তাদের আগে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল গড়েছিল এমন কীর্তি।

এদিন ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় ম্যানসিটি। এ সময় তাদের একাডেমি গ্যাজুয়েট মিকাহ তার অভিষেকে গোল করে এগিয়ে নেন দলকে। ৬২ মিনিটে আরেক অভিষিক্ত খেলোয়াড় অস্কার ববও পান সিনিয়র দলে তার প্রথম গোলের দেখা। আর ৮৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে অপর গোলটি করেন কালভিন ফিলিপস।

এদিকে বেলগ্রেডের হাওয়াং ইন-বিওম ৭৬ মিনিটে একটি গোল শোধ দেন। আর আলেকসান্দার কাতাই ৯০+১ মিনিটে গোল করে ব্যবধান আরও কমান। কিন্তু ৩-২ ব্যবধানের হার এড়াতে পারেনিনি।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়