ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাউথ্যাম্পটনকে গোল বন্যায় ভাসিয়ে সুখবর পেল লেস্টার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ২৭ এপ্রিল ২০২৪   আপডেট: ১৪:৪৪, ২৭ এপ্রিল ২০২৪
সাউথ্যাম্পটনকে গোল বন্যায় ভাসিয়ে সুখবর পেল লেস্টার

গেল মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়ে চ্যাম্পিয়নশিপে চলে যায় লেস্টার সিটি। তবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে এক মৌসুমে পর আবারও প্রিমিয়ার লিগে ফিরেছে দলটি। সাউথ্যাম্পটনকে ৫-০ গোলে উড়িয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিল তারা। বাকি কাজটা করে দিল লিডস ইউনাইটেড। আর তাতেই ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে ফিরলো লেস্টার।

শুক্রবার (২৬ এপ্রিল) ইএফএল চ্যাম্পিয়নশিপের ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে লিডস ইউনাইটেড ৪-০ গোলে হারতেই নিশ্চিত হয়ে যায় লেস্টারের প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন।চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুটি দল সরাসরি উঠে যায় প্রিমিয়ারে। সে হিসেবে লেস্টার সিটিরও এখন শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত। ৪৪ ম্যাচ ৯৪ পয়েন্ট তাদের।

আরো পড়ুন:

এদিকে কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে বিধ্বস্ত হয়ে বড় চোট লাগল লিডস ইউনাইটেডের সম্ভাবনায়। এখনও পর্যন্ত তারা পয়েন্ট তালিকার দুইয়ে আছে ৪৫ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে। তবে ম্যাচ বাকি আছে তাদের স্রেফ একটি। ৮৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ইপ্সউইচ টাউন। তবে তাদের ম্যাচ বাকি এখনও তিনটি। শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনায় তাই তারাই এগিয়ে।

লিডসের কোচ ড্যানিয়েল ফার্ক অবশ্য এখনই হাল ছাড়ছেন না,’প্রথম ২০ মিনিটে আমরা যেমন খেলেছি, সেটির কোনো ব্যাখ্যা নেই। কুইন্স পার্ক রেঞ্জার্সকে অভিনন্দন জয়ের জন্য, লেস্টারকে শুভেচ্ছা প্রিমিয়ারে ওঠার জন্য। তবে লড়াই এখনও শেষ হয়নি। ইপ্সউইচ যদি পরের দুই ম্যাচ জিততে না পারে, তাহলে শেষ দিনে আমাদের অনেক কিছুই বাকি থাকবে করার।’

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়