ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পড়া না পারায় শিশুর নাক ফাটালেন শিক্ষক 

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ১৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:৪৭, ১৪ ডিসেম্বর ২০২৫
পড়া না পারায় শিশুর নাক ফাটালেন শিক্ষক 

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মিম আক্তার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় প্রাইভেট টিউশনে পড়া না পারায় টেবিলের সঙ্গে আঘাত করে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর নাক ফাটানোর অভিযোগ উঠেছে হাসিব নামের এক শিক্ষকের বিরুদ্ধে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামে ছাত্রীর নানাবাড়ি এলাকায় প্রাইভেট টিউশন কক্ষে এ নির্যাতন করা হয়। আহত ছাত্রীকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ভুক্তভোগী মিম আক্তার রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। সে আওরাবুনিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ওই মাদ্রাসার শিক্ষক হাসিব। 

ভুক্তভোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, প্রাইভেট টিউশনে পড়া না পারায় হাসিব ছাত্রীর কান ধরে টেবিলের সঙ্গে আঘাত করে। এতে মিম আক্তারের নাক ফেটে যায় এবং কানে জখম হয়। এতেও ক্ষান্ত না হয়ে লাঠি এনে তাকে আবার মারধর করে হাসিব। আহত মিমকে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আহত ছাত্রী মিম আক্তার ও তার বাবা আবুল কালাম আযাদ অভিযোগ করেছেন, শিক্ষক হাসিব অমানবিক আচরণ করেছেন। শারীরিকভাবে গুরুতর আঘাত করা হয়েছে। তারা দোষীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। 

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য জানার চেষ্টা করা হলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/অলোক/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়