ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

নিউ জিল্যান্ডকে চ্যালেঞ্জিং টার্গেট দিলো পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ২১ এপ্রিল ২০২৪  
নিউ জিল্যান্ডকে চ্যালেঞ্জিং টার্গেট দিলো পাকিস্তান

তৃতীয় টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে আজ রোববার টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭৮ রান করেছে স্বাগতিকরা। জিতে সিরিজে সমতা ফেরাতে ১৭৯ রান করতে হবে সফরকারীদের।

পাকিস্তানের টপ অর্ডারের ব্যাটসম্যানরা প্রায় সবাই রান পেয়েছেন আজ। সিয়াম আইয়ুব ৫ চার ও ১ ছক্কায় ৩২, বাবর আজম ৪ চার ও ১ ছক্কায় ৩৭ ও মোহাম্মদ রিজওয়ান করেন ২৩ রান।

উসমান খান মাত্র ৪ রান করে আউট হলেও ইরফান খান ও শাদাব খান পুষিয়ে দেন। শাদাব ২০ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪১ রান করে আউট হলেও ইরফান ২০ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ৩০ রানে। তাতে পাকিস্তানের সংগ্রহ ১৭৮ পর্যন্ত যায়।

বল হাতে নিউ জিল্যান্ডের ইশ সোধি ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন জ্যাকব ডাফি ও মিশেল ব্রেসওয়েল।

প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির পেটে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ ৭ উইকেটে জিতে সিরিজে এগিয়ে যায় পাকিস্তান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়