ঢাকা     বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩১

জেসির আম্পায়ারিং নিয়ে বিসিবির দুই পরিচালকের ব্যাখ্যা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ২৯ এপ্রিল ২০২৪   আপডেট: ২১:৫৫, ২৯ এপ্রিল ২০২৪
জেসির আম্পায়ারিং নিয়ে বিসিবির দুই পরিচালকের ব্যাখ্যা

ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ার সাথিরা জাকির জেসির দায়িত্ব পালন নিয়ে চলমান বিতর্ক যেন থামছেই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুই পরিচালক আইসিসির প্যানেলের আম্পায়ার জেসির নিয়োগ নিয়ে পৃথক বক্তব্য দিয়েছেন। যেখানে দুই পরিচাকের বক্তব্যে কোনো মিল পাওয়া যায়নি।

আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু ঢাকা লিগে জেসির অন্তর্ভূক্তি নিয়ে দারুণ উচ্ছ্বসিত। সামনে নারীদের বিশ্বকাপের ম্যাচের আগে জেসি পুরুষদের প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচের অভিজ্ঞতা পেয়েছে। যার জন্য যারপরনাই খুশি তিনি। ঠিক তেমনই বিতর্ক হওয়ায় বেশ বিরক্ত।

অন্যদিকে বিসিবির পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন ঢাকা লিগের বড় ম্যাচে জেসির নিয়োগ নিয়ে আপত্তি তুলেছেন। জেসি এখনো ঢাকা লিগের বড় ম্যাচ পরিচালনায় অভিজ্ঞ নন বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার মিরপুরে খালেদ মাহমুদ বলেছেন, ‘বড় খেলায়, আমি সবসময় মনে করি, আপনাকে এমন একজন আম্পায়ার দেওয়া উচিত, যার অভিজ্ঞতা আছে। মাঠের চাপটা কিন্তু অনেক বড়। আপনাকে এমন একজন আম্পায়ার দিতে হবে যার প্রতি খেলোয়াড়দের শ্রদ্ধাটা থাকে।’

জেসিকে ভালো আম্পায়ার হিসেবেই দেখছেন খালেদ মাহমুদ। কিন্তু তার দাবি, ‘যে আম্পায়ারিং করেছে, সে খুব ভালো আম্পায়ার। বাংলাদেশের হয়ে ভবিষ্যতে খুব ভালো করবে। সে জাতীয় দলের সাবেক খেলোয়াড়। সবমিলিয়ে ক্রিকেটে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু আম্পায়ার হিসেবে তার অভিজ্ঞতাটা আমার মনে হয় না প্রিমিয়ার লিগের মতো এত বড় ম্যাচে করার পর্যায়ে আছে।’

যদিও এসব কোনো বক্তব্যই আমলে নিচ্ছেন না ইফতেখার মিঠু। গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন,  ‘জেসি অনভিজ্ঞ হয় কীভাবে! সে ইমার্জিং এশিয়া কাপে আম্পায়ারিং করেছে, অস্ট্রেলিয়া-বাংলাদেশ মেয়েদের ম্যাচে করেছে, যা আন্তর্জাতিক ম্যাচ। দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, সবখানেই দায়িত্ব পালন করেছে। অনভিজ্ঞ বলার সুযোগ কোথায়?’

সামনে বিশ্বকাপের কথা তুলে এনে ইফতেখার মিঠু যোগ করেন, ‘দেশের মাটিতে সামনে মেয়েদের বিশ্বকাপ আছে, আমাদের দুটি মেয়ে দায়িত্ব পালন করলে সবাই কি খুশি হবে না? দেশ কি খুশি হবে না? তো তাকে যদি আমি আগে সুযোগ না দেই, এটা কীভাবে করবো!’

ঢাকা লিগে আপাতত আম্পায়ারিং করা হচ্ছে না জেসির। ভারত ও বাংলাদেশের চলমান টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব পালন করতে তিনি এখন সিলেটে।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়