ঢাকা     রোববার   ১৬ জুন ২০২৪ ||  আষাঢ় ২ ১৪৩১

তানজীম-পিঙ্কির ফিফটিতে রূপালি ব্যাংকের ১০ উইকেটের জয়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ২৩ মে ২০২৪  
তানজীম-পিঙ্কির ফিফটিতে রূপালি ব্যাংকের ১০ উইকেটের জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে সিটি ক্লাবের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় পেয়েছে রূপালি ব্যাংক ক্রিকেট ক্লাব। মুক্তা রবীন্দর দুর্দান্ত বোলিংয়ের পর ইশমা তানজীম-ফারজানা হক পিঙ্কির ফিফটিতে এই জয় তুলে নেয় ক্লাবটি।

বিকেএসপির ৪ নম্বর মাঠে বৃহস্পতিবার (২৩ মে, ২০২৪) টস জিতে ব্যাটিং করতে নেমে ১১৬ রানে অলআউট হয় সিটি ক্লাব। তাড়া করতে নেমে ১৬.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় রূপালি ব্যাংক।

ইশমা সর্বোচ্চ ৬৭ রান করে অপরাজিত ছিলেন। ৭টি চার ও ৩টি ছয়ের তানজীমের ইনিংসটি সাজানো ছিল। ৬টি চার ও ১টি ছয়ের মারে আরেক ওপেনার পিঙ্কি অপরাজিত থাকেন ৫১ রানে।

এর আগে ওপেনিংয়ে ভালো শুরুর আভাস দিয়েছিলেন গার্গি সুনীল-মিশটি রানী সাহা। ৩৫ রানে দুজনের জুটি ভাঙ্গতেই শুরু হয় উইকেটের মিছিল। সর্বোচ্চ ২৩ রান করেন গার্গি। ১৯ রানে অপরাজিত ছিলেন রূপ রয়। মাঝে কোনো ব্যাটার বিশের কাছেই যেতে পারেননি।

রূপালির হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন মুক্তা। ২ উইকেট নেন রাবেয়া খান।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়