ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘূর্ণি জাদুতে নিশিথার ফাইফার, সুমাইয়ার ফিফটি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ২৪ মে ২০২৪   আপডেট: ১৮:২৬, ২৪ মে ২০২৪
ঘূর্ণি জাদুতে নিশিথার ফাইফার, সুমাইয়ার ফিফটি

ফাইল ছবি

নিশিথা আক্তার নিশির ঘূর্ণি জাদুর পর সুমাইয়া আক্তারের ফিফটিতে কলাবগান ক্রীড়া চক্রের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। 

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে বিকেএসপির ৪ নম্বর মাঠে মুখোমুখি হয় বিকেএসপি-কলাবাগান। টস জিতে ব্যাটিং করতে নেমে ১৪৭ রানে অলআউট হয় কলাবগান। তাড়া করতে নেমে ৩৪.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বিকেএসপি। 

আরো পড়ুন:

৬০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বিকেএসপির অধিনায়ক সুমাইয়া। ৯টি চারে ৬৫ বলে ইনিংসটি সাজিয়েছেন তিনি।। এ ছাড়া ইভা ২১ ও ফারজানা ইয়াসমিন ২৩ রান করেন। কলাবাগানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তাহিন তাহেরা সুমনা। 

এর আগে নিশির ঘূর্ণি জাদুতে অসহায় ছিলেন কলাবাগানের ব্যাটাররা। সর্বোচ্চ ৩৬ রান করেন জান্নাতুল ফেরদাউস তিথি। এ ছাড়া রচনা তৃপ্তি ৩০, লাতিকা মাধব ২৩ রান করেন। নিশিথা ১০ ওভারে ৩২ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।

৩ ম্যাচে বিকেএসপির এটি দ্বিতীয় জয়। অন্যদিকে সমান ম্যাচ খেলে কলাবাগানের এটি দ্বিতীয় হার। পয়েন্ট টেবিলে বিকেএসপির অবস্থান চতুর্থ স্থানে আর কলাবাগানের অবস্থানে ষষ্ঠতে। 

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়