ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শঙ্কা কাটিয়ে মাঠে ফিরেছেন ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:৪৫, ৭ আগস্ট ২০২৪
শঙ্কা কাটিয়ে মাঠে ফিরেছেন ক্রিকেটাররা

দেশের উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে অনুশীলন বন্ধ রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত রোববার থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল মিরপুর শের-ই-বাংলায়। সেই ক্যাম্প শুরু করা যায়নি।

তবে আশার কথা ‘এ’ দলের অনুশীলন আজ শুরু হয়েছে। শঙ্কা কাটিয়ে মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। যেখানে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটাররাও রয়েছেন সাত থেকে আটজন। পাকিস্তানে প্রায় একই সঙ্গে সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল ও জাতীয় দল। 

আরো পড়ুন:

দুটি চারদিনের ও তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলতে গত সোমবার পাকিস্তান যাওয়ার কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতির বিবেচনায় সফর পিছিয়ে দেওয়া হয়েছে। সামনেই সেই সফর অনুষ্ঠিত হবে। এজন্য আজ থেকে শুরু হয়েছে অনুশীলন। মুশফিকুর রহিম, মুমিনুল হক, এনামুল হক বিজয়রা সকাল ১০টায় মিরপুরে রিপোর্টিং করেন।

অনুশীলন শুরুর আগে বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড় ও ম্যানেজমেন্ট ছাত্র-নেতৃত্বাধীন গণআন্দোলনের সময় গত কয়েক সপ্তাহে নিহতদের প্রতি প্রার্থনা ও শ্রদ্ধা জানান। এর আগে মিরপুর হোম অব ক্রিকেটে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল নিরাপত্তা টহল দেয়। মিরপুরের স্টেডিয়াম, একাডেমি ভবন, ইনডোর ও আউটডোর মাঠ ঘুরে দেখেন তারা।

টিকিট প্রাপ্তির ওপর নির্ভর করছে ‘এ’ দলের এই সফর। জানা গেছে, ৯ আগস্ট পাকিস্তান যেতে পারেন মুশফিকরা। সেভাবেই হচ্ছে পরিকল্পনা। আগের সূচি অনুযায়ী ১০ আগস্ট প্রথম চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরেরটি ১৮ আগস্ট। এরপর ২৩, ২৫ ও ২৭ আগস্ট তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচ। সবগুলো ম্যাচ চারদিন করে পিছিয়ে দেওয়ার আলোচনা চলছে।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়