ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

৯০ ওভারের দিনে খেলা হলো ৯০ বল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ৮ আগস্ট ২০২৪   আপডেট: ১২:২৫, ৮ আগস্ট ২০২৪
৯০ ওভারের দিনে খেলা হলো ৯০ বল

স্পোর্ট অব স্পেনে বুধবার রাতে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট। টস জিতে সফরকারীরা আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ১৫ ওভার তথা ৯০ বলের বেশি খেলা হয়নি। প্রোটিয়ারা ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৫ রান তোলার পরই বৃষ্টি হানা দেয়। সেই বৃষ্টির কারণে শেষ পর্যন্ত মধ্যাহ্ন বিরতির পর দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।

উদ্বোধনী জুটিতে এইডেন মার্করাম ও টনি ডি জর্জি ৪৩ রান তোলেন। এই রানের মাথায় জ্যাসন হোল্ডারের বলে বোল্ড হয়ে যান মার্করাম। ১ চারে ৯ রান আসে তার ব্যাট থেকে। এরপর জর্জির সঙ্গে যোগ দেন ট্রিস্টান স্টাবস। ৪৫ রানে যেতেই বৃষ্টিতে থামে খেলা। তখন জর্জি ২ চার ও ২ ছক্কায় ৩২ ও স্টাবস ২ রানে ব্যাট করছিলেন।

শেষ পর্যন্ত অবশ্য প্রথমদিনে তারা দুজন আর মাঠে নামতে পারেননি। ৯০ ওভারের জায়গায় প্রথমদিনে মাত্র ৯০ বল খেলা হয় বৃষ্টির বাগড়ায়।

আজ বৃহস্পতিবার আধাঘণ্টা আগে ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়