ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীলঙ্কার কোচ হলেন ইয়ান বেল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ১৩ আগস্ট ২০২৪  
শ্রীলঙ্কার কোচ হলেন ইয়ান বেল

শ্রীলঙ্কা ক্রিকেট দলের ব্যাটিং কোচ হয়েছেন ইয়ান বেল। আজ মঙ্গলবার তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি জানায় ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি)। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে বেলকে নিয়োগ দিলো লঙ্কানরা।

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা তাকে নিয়োগ দেওয়ার বিষয়ে বলেন, ‘আমরা ইয়ান বেলকে এনেছি যাতে করে তার কাছ থেকে ইংল্যান্ডের মাঠের অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের ছেলেরা পেতে পারে। ইংল্যান্ডে খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে বেলের। আমরা বিশ্বাস করি তার সহযোগিতা আমাদের এই সফরে দলের দারুণ কাজে দিবে।’

আরো পড়ুন:

আগামী ২১ আগস্ট থেকে ওল্ড ট্র্যাফোর্ড, লর্ডস ও ওভালে হবে তিনটি টেস্ট।

বেল ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন। ইংল্যান্ডের অন্যতম সেরা এই ব্যাটসম্যান ১১৮ টেস্টে ৪২.৬৯ গড়ে রান করেছিলেন ৭ হাজার ৭২৭টি। সেঞ্চুরি করেছিলেন ২২টি।

এবার তিনি নিজ দলের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট সিরিজে কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। ১৬ আগস্ট শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দিবেন তিনি। দায়িত্ব পালন করবেন ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

২০২০ সালে অবসর নেওয়ার পর থেকে বেল কোচ হিসেবে কাজ করছেন। এর আগে তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ও লায়ন্সের ব্যাটিং কোচ ছিলেন। সহকারী কোচ ছিলেন হোবার্ট হারিকেন্সের, ব্যাটিং কনসালট্যান্ট ছিলেন ডার্বিশায়ারের। এছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পূর্বপর্যন্ত নিউ জিল্যান্ড দলের সহকারী কোচ ছিলেন। সম্প্রতি তিনি বিগ ব্যাশ লিগের দল মেলবোর্ন রেনেগেটসের সহকারী কোচ ছিলেন। আর পুরুষ হানড্রেড লিগে বিরমিংহ্যাম ফোনিক্সের কোচ ছিলেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়