ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ হারের রেকর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ৪ নভেম্বর ২০২৪  
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ হারের রেকর্ড

পাকিস্তান ক্রিকেট দল ১৯৭৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেছিল। সেই থেকে আজ (০৪ নভেম্বর ২০২৪) পর্যন্ত তারা ৯৭১ ম্যাচ খেলেছে। তার মধ্যে হেরেছে ৪২৯টিতে।

তার মধ্যে সবচেয়ে বেশি ৭১ ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। যা তাদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে যৌথভাবে কোনো দলের বিপক্ষে সর্বোচ্চ হার। অজিদের বিপক্ষে মাত্র ১০৯ ম্যাচ খেলে ৭১টি ম্যাচেই হারলো পাকিস্তান। বিপরীতে তাদের জয়ের সংখ্যা ৩৪টি। আজ সোমবার তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হারের মধ্য দিয়ে ৭১তম হারের স্বাদ নিয়েছে সফরকারীরা। এই সিরিজে আরও দুটি ওয়ানডে রয়েছে। সেই দুটিতে হার মানলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের নতুন রেকর্ড গড়বে তারা।

আরো পড়ুন:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও পাকিস্তান সর্বোচ্চ ৭১ ম্যাচে হেরেছে। অবশ্য সেটা ১৩৭ ম্যাচ খেলে। ক্যারিবিয়ানদের বিপক্ষে পাকিস্তানের জয় রয়েছে ৬৩টি।

এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ১৫৭ ম্যাচ খেলে ৫৯ ম্যাচে হেরেছে মেন ইন গ্রিনরা। ভারতের বিপক্ষে ১৩৫ ম্যাচ খেলে ৫৭টিতে এবং ইংল্যান্ডের বিপক্ষে ৯২ ম্যাচ খেলে সমানসংখ্যক ম্যাচে হেরেছে পাকিস্তান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়