ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোলামের মেইডেন সেঞ্চুরি, পাকিস্তানের আরও এক সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ২৮ নভেম্বর ২০২৪  
গোলামের মেইডেন সেঞ্চুরি, পাকিস্তানের আরও এক সিরিজ জয়

ত্রিশ ছুঁই ছুঁই বয়সে এসে টেস্ট অভিষেক হয়েছিল কামরান গোলামের। সেখানে অভিষেক টেস্টেই করেছিলেন সেঞ্চুরি। ওয়ানডেতে অবশ্য এক বছর আগে অভিষেক হলেও খুব বেশি খেলার সুযোগ পাননি। সপ্তম ম্যাচে তৃতীয় ইনিংসে তিনি তুলে নিলেন মেইডেন সেঞ্চুরি।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৯ বলে ১০টি চার ও ৪ ছক্কায় ১০৩ রানের ইনিংস খেলেন গোলাম। তার সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩০৩ রান করে পাকিস্তান। জবাবে ৪০.১ ওভারে ২০৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৯৯ রানের জয়ে সিরিজ জয় নিশ্চিত হয় পাকিস্তানের। যা নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে টানা দ্বিতীয় সিরিজ জয়।

আরো পড়ুন:

পাকিস্তানের ইনিংসে গোলাম ছাড়া ফিফটি করেন আব্দুল্লাহ শফিক। তিনি ৫ চার ও ১ ছক্কায় করেন ৫০ রান। এছাড়া রিজওয়ান ৩৭, সাইম আইয়ুব ৩১, সালমান আগা ৩০ ও তৈয়ব তাহির করেন অপরাজিত ২৯ রান। বল হাতে দুটি করে উইকেট নেন সিকান্দার রাজা ও রিচার্ড এনগ্রাভা।

সিরিজ জয়ের সুযোগ সামনে রেখে রান তাড়া করতে নামে জিম্বাবুয়ে। কিন্তু পাকিস্তানের বোলিং তোপে ২০৪ রানের বেশি করতে পারেনি স্প্রিংবকরা। জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন ৫ চার ও ১ ছক্কায় করেন সর্বোচ্চ ৫১ রান। ব্রিয়ান বেনেট করেন ৩৭। এছাড়া মারুমানি ২৪, শন উইলিয়ামস ২৪ ও ক্লাইভ মাদান্দে করেন ২০ রান। সাইম, আবরার আহমেদ, হারিস রউফ, আমের জামাল ২টি করে উইকেট নেন।

সেঞ্চুরি ও ২ ওভারে ৭ রান দিয়ে ১টি উইকেট নিয়ে ম্যাচসেরা হন গোলাম। আর তিন ম্যাচে ১৫৫ রান ও ৩ উইকেট নিয়ে সিরিজ সেরা হন সাইম।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়