ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেসির একাদশে ফেরার ম্যাচে হেরে বিদায়ের শঙ্কায় মায়ামি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ৩ এপ্রিল ২০২৫   আপডেট: ১৬:১৪, ৩ এপ্রিল ২০২৫
মেসির একাদশে ফেরার ম্যাচে হেরে বিদায়ের শঙ্কায় মায়ামি

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (০৩ এপ্রিল) লস এঞ্জেলস এফসির (এলএএফসি) মুখোমুখি হয় ইন্টার মায়ামি। ইনজুরি থেকে ফিরে এই ম্যাচের শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন মেসি। কিন্তু তার ফেরার ম্যাচে লস এঞ্জেলস এফসির বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে মায়ামি। আর এই হারে সেমিফাইনালে ওঠার পথ অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে মেসি-সুয়ারেজদের জন্য।

ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে। এ সময় মার্ক দেলগাদোর পাস থেকে নিচু শটে গোল করেন ওর্ডাজ।

আরো পড়ুন:

গোল হজম করে ম্যাচে ফিরে আসতে মরিয়া ছিল মেসির ইন্টার মায়ামি। অতিরিক্ত সময়ে ফ্রি কিক থেকে গোলের ভালো সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু তার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এর আগে আরেকটি ফ্রি কিক দারুণভাবে রুখে দেন এলএএফসি গোলরক্ষক হুগো লরিস।

এখন দ্বিতীয় লেগের চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে গেল মায়ামির জন্য। যদি তারা হোম ম্যাচে গোল হজম করে, তাহলে ২-১, ৩-২ বা ৫-৪ গোলে জিতলেও লাভ হবে না। অ্যাওয়ে গোলের নিয়মে এগিয়ে থাকবে এলএএফসি। তাই সেমিফাইনালে যেতে হলে মেসিদের দুর্দান্ত পারফরম্যান্সের বিকল্প নেই।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়