ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তানজিম কেন প্রথমবার দলে, ইবাদত কেন নেই

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ৮ এপ্রিল ২০২৫   আপডেট: ১৯:০৮, ৮ এপ্রিল ২০২৫
তানজিম কেন প্রথমবার দলে, ইবাদত কেন নেই

শের-ই-বাংলায় ক্রিকেটারদের আনাগোনা নেই বললেই চলে। প্রায় দুই ঘণ্টা জুড়ে মিরপুরে ইনডোরে ঘাম ঝরিয়ে ফিরছিলেন পেসার তানজিম হাসান সাকিব। প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া এই পেসারের প্রতি গণমাধ্যমের আগ্রহ একটু বেশি থাকার কথা।

তাই হলো। সব ক্যামেরা ছুটে যায় তানজিমের দিকে। কিন্তু যেন মুখে কুলুপ এঁটেছিলেন এই পেসার। প্রতিক্রিয়া জানতে চাইলেও ক্লান্ত বলে এড়িয়ে গেলেন। অবশ্য ক্লান্তি ঘিরে ধরাররই কথা। এই গরমে টানা দুই ঘণ্টা ব্যাটিং-বোলিং চাট্টিখানি কথা নয়।

আরো পড়ুন:

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে তানজিমকে নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লাল সবুজের জার্সিতে সাদা বলে ২৮ ম্যাচ খেলা তানজিম কেন টেস্টের জন্য উপযোগী সেটা ব্যাখা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

লিপু বলেন, “তানজিম সাকিবকে আমাদের পেস বোলিং ইউনিটে দেখতে পাবেন। তিনি ইতিপূর্বে সাদা বলের ক্রিকেটে যথেষ্ট প্রতিশ্রুতি রেখেছেন এবং ভালো করার জেদ তার মধ্যে আছে। তার পেস আছে তার উইকেট নেওয়ারও সক্ষমতাও আছে এই ইউনিটে। সেকারণে তিনি জায়গা করে নিয়েছে।”

এখন পর্যন্ত ১৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তানজিম। উইকেট নিয়েছেন ২৫টি। তবে সাদা বলে আগ্রাসী মনোভাবের কারণে তানজিম প্রতিপক্ষের জন্য বড় এক হুমকি।

দীর্ঘদিন ইনজুরির সঙ্গে লড়াই করে ফেরা ইবাদত হোসেন খেলছেন পুরোদমে। কিন্তু ইবাদতকে না রেখে তানজিমকে কেন অভিষেক করানো হচ্ছে এই নিয়ে উঠছে প্রশ্ন। সেই ব্যাখাও দিয়েছেন প্রধান নির্বাচক।

“আমরা দুর্ভাগ্যবশত এবাদতকে এখনো পর্যবেক্ষণ করছি এবং ফিটনেস ট্রেনার নাথান কেলি (ফিটনেস কোচ) চলে আসলে এবং বায়েজিদের (ফিজিও) কম্বিনেশন মিলে বুঝতে পারব সে কি অবস্থায় আছে।”

দ্বিতীয় টেস্টে সুযোগ আছে বলেও ইঙ্গিত দিয়েছেন লিপু, “সামনে আমাদের অনেক খেলা আছে, আমাদের নিউজিল্যান্ডে সঙ্গে খেলা আছে, সুতরাং যারা এখানে প্রথম টেস্টে সুযোগ পায়নি তাদের হতাশ হওয়ার কিছু নেই, দ্বিতীয় টেস্ট আছে, আরও খেলা আছে।”

ঢাকা/রিয়াদ/নাভিদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়