ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টানা পাঁচ জয়ে দুইয়ে মুম্বাই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ২৭ এপ্রিল ২০২৫   আপডেট: ০১:১১, ২৮ এপ্রিল ২০২৫
টানা পাঁচ জয়ে দুইয়ে মুম্বাই

টানা পাঁচ জয়ে আইপিএলের এবারের আসরের পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আজ রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারা ৫৪ রানে হারিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টকে।

এই জয়ে ১০ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। দুই ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে গুজরাট টাইটান্স আছে শীর্ষে। আর ১০ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে লক্ষ্ণৌ আছে ষষ্ঠ স্থানে।

আরো পড়ুন:

মুম্বাই আগে ব্যাট করতে নেমে রায়ান রিকেলটন ও সূর্যকুমার যাদবের ফিফটিতে ভর করে ৭ উইকেটে ২১৫ রান তোলে। রায়ান ৩২ বলে ৬টি চার ও ৪ ছক্কায় করেন ৫৮ রান। আর সূর্য মাত্র ২৮ বলে ৪টি চার ও ৪ ছক্কায় ৫৪ রান করেন। এছাড়া উইল জ্যাকস ২৯, নামান ধীর অপরাজিত ২৫ ও করবিন বোসচ করেন ২০ রান।

বল হাতে লক্ষ্ণৌর মায়াঙ্ক যাদব ও আবেশ খান ২টি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লক্ষ্ণৌ। শেষ পর্যন্ত তারা ২০ ওভারে ১৬১ রান করতে পারে। ব্যাট হাতে  আইয়ুশ বাদোনি ২ চার ও ২ ছক্কায় ৩৫ রান করেন। মিচেল মার্শ করেন ৩৪ রান ৩ চার ও ২ ছক্কায়। এছাড়া নিকোলাস পুরান ২৭ ও ডেভিড মিলার করেন ২৪ রান।

বল হাতে মুম্বাইর জাসপ্রিত বুমরাহ ৪ ওভারে ২২ রান দিয়ে ৪টি উইকেট নেন। ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ৩টি উইকেট। আর উইল জ্যাকস ২ ওভারে ১৮ রান দিয়ে নেন ২টি উইকেট।

ব্যাট হাতে ২৯ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মুম্বাইর উইল জ্যাকস।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়