ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আম্পায়ারদের ওপর কোনো ক্ষোভ নেই মাশরাফির

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ২২ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আম্পায়ারদের ওপর কোনো ক্ষোভ নেই মাশরাফির

দেশে ফেরার পর সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা

ক্রীড়া প্রতিবেদক, বিমান বন্দর থেকে : বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ।

 

আম্পায়ারদের বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচ থেকে বাংলাদেশকে ছিটকে দেয়। শেষ পর্যন্ত বাংলাদেশ হার মানে ১০৯ রানে। এমন হারের পর ইংল্যান্ডের আম্পায়ার ইয়ান গোল্ড ও পাকিস্তানের আম্পায়ার আলিম দারের মুণ্ডুপাত চলে বাংলাদেশে। কুশপুত্তলিকা পোড়ানো থেকে শুরু করে এমন কাজ বাকি রখেনি বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।

 

আইসিসি ও বিসিসিআইকে এক হাত নেয় সমর্থকরা। কিন্তু দেশে ফিরে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা খুব কৌশলী উত্তর দিয়েছেন। জানিয়েছেন আম্পায়ার নয়, বাংলাদেশই হেরে গেছে। আর এই হারাটা খুবই দুঃখজনক। ভবিষ্যতে আরো ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

বিতর্কিত সিদ্ধান্তগুলোর বিষয়ে মাশরাফি বলেন, ‘আমি আসলে বিষয়টা ক্রিকেটিং ওয়েতেই বলতে চাই। আসলে আমরা হেরে গিয়েছি, এটাই আমাদের জন্য বেশি কষ্টদায়ক। বাংলাদেশের মানুষ যারা আশা করে বসেছিলেন, যে হয় তো একটা খুব ভালো ম্যাচ হবে। সেটাও হয়নি। এ জন্য আমাদের খুব খারাপ লাগছে। কারণ, আমরা যেভাবে পারফর্ম করে এসেছিলাম, আমরা সেভাবে করতে পারিনি। আর যেটা হয়েছে আসলে সবাই আপনারা দেখেছেন। এটাকে আবার ব্যাখ্যা করার কিছু নাই আমার কাছে।’

 

‘দ্বিতীয়ত যেটা বলতে চাই, আমরা যেটাই খেলেছি- জীবন আসলে থেকে থাকে না। এখান থেকে আবার সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশের সবাই কষ্ট পেয়েছে। প্রত্যেকটা দর্শক কষ্ট পেয়েছে। আমি বলব যে সামনে আবার নতুন সিরিজ আসবে। সবাই হয়তো বা ভুলে যাবে। ইনশাল্লাহ আপনারা যেভাবে আমাদের সঙ্গে ছিলেন, ভবিষ্যতেও আপনারা আমাদের এভাবে সাপোর্ট করবেন। সামনে ইনশাল্লাহ আমরা ভালো পারফরম্যান্স করব। এটাই আমাদের প্রত্যাশা’

 

তিনি আরো বলেন, ‘আমি যদি আরেকটু অন্যভাবে বলি তাহলে বলব- আমরা ওই সময় উইকেটগুলো যদি পেতাম তাহলে অবশ্যই জিততে পারতাম, আমার বিশ্বাস।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৫/আমিনুল/রণজিৎ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়